IPL 2023: Matheesha Pathirana’s Family Meets Mahendra Singh Dhoni

আমদাবাদ: ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) কাছে অভিজ্ঞতার কোনও কমতি নেই। আইপিএলে প্রতিটি ম্যাচের পরেই তরুণ ক্রিকেটারদের তাঁর সঙ্গে নিয়ম করে পরামর্শ নিতে দেখা যায়। তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ধোনির থেকে ভাল বিকল্প খুঁজে পাওয়া বেশ কঠিনই। তাঁর তত্ত্বাবধানে খেলা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা আজ ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলা মাথিশা পাথিরানাও (Matheesha Pathirana) এ মরসুমে বেশ নজর কেড়েছেন।

ABP Ananda – Live TV

ধোনি-সাক্ষাত

শ্রীলঙ্কান তরুণ মাথিশা পাথিরানা এবারের আইপিএলে ইতিমধ্যেই ১৯.২৩ গড়ে ১১ ম্য়াচে ১৭টি উইকেট নিয়েছেন। ‘বেবি মালিঙ্গা’র বোলিংয়ে সকলেই প্রভাবিতও হয়েছেন। এবার সেই পাথিরানার পরিবারের সঙ্গেই দেখা করলেন ধোনি। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার পর উচ্ছ্বসিত এবং আশ্বস্ত পাথিরানা পরিবারও। মাথিশার বোন বিশুকা পাথিরানা সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।

ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালিকে নিয়ে এবার আমরা আশ্বস্ত হলাম যখন থালা বলল আপনাদের মাথিশার বিষয়ে চিন্তা করার কোনও কারণ নেই, ও সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকে। এই মুহূর্তগুলো আমি কোনদিন আমার স্বপ্নেও কল্পনা করতে পারিনি।’ 

 


রেকর্ডের হাতছানি

প্রসঙ্গত, ২০ বছর বয়সি মাথিশা পাথিরানার সামনে আইপিএল খেতাব জয়ের সুবর্ণসুযোগ রয়েছে। প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারিয়ে রেকর্ড দশমবার আইপিএল ফাইনালে নিজেদের স্থান পাকা করেছে চেন্নাইয়ের হলুদ ব্রিগেড। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটান্সের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যে দল জয়ী হবে তাঁরাই সিএসকের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার এই ফাইনাল আয়োজিত হবে। এবাৈর খেতাব জিতলে সিএসকে ট্রফি জয়ের নিরিখে পঞ্চম আইপিএল ঘরে তুলবে। ফলে রোহিতদের কৃতিত্বে ভাগ বসানোর হাতছানি রয়েছেন ধোনির তত্ত্বাবধানে খেলা সিএসকের সামনে। সেই ম্যাচে পাথিরানার পারফরম্যান্স কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন: শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !