আরও এক প্রস্রাবকাণ্ড! এবার ঘর মোছার জলের বালতিতে মূত্রত্যাগের অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে

যে জল দিয়ে ঘর পরিষ্কার করা হয়, সেই বালতির জলে প্রস্রাব করার অভিযোগে সদ্য এক পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়িতে যখন এই ঘটনা ঘটেছে, তখন বাড়িতে কেউ ছিলেন না বলে জানা যাচ্ছে। বাড়ির ভিতরে লাগানো সিসিটিভিতে এই গোটা ঘটনা দেখা গিয়েছে। গ্রেটার নয়ডার আজনারা হোম সোসাইটিতে এই ঘটনা ঘটে গিয়েছে বলে খবর।

যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক মহিলাকে। সেই মহিলা ঘরের মধ্যে একটি বালতি থেকে জল নিয়ে কাপড় দিয়ে ঘর মুছ ছিলেন। তখনই লক্ষ্য করা যায় ওই বালতির জলে তিনি প্রস্রাব করছেন। পরে সেই জলের বালতি নিয়ে তিনি অন্য ঘরে চলে যান। অন্য ঘরে তিনি ওই বালতি থেকে জল নিয়ে ঘর মুছেছেন বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে এলাকার বিসরাখ পুলিশ স্টেশনের দ্বারস্থ হন ওই বাড়ির সদস্যরা। পুলিশে অভিযোগ দায়ের হতেই পরিচারিকাকে গ্রেফতার করা হয়। ঘটনার সিসিটিভি ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল।

পরিচারিকাকে গ্রেফতারির আগে, তাঁকে আটক করে জেরা করে পুলিশ। প্রথম থেকেই ঘটনার কথা মানতে চাননি পরিচারিকা। তবে পরে তিনি স্বীকার করেন যে তিনি বালতিতে প্রস্রাব করেছিলেন। তবে কেন তিনি সেই কাজ করেছিলেন, তা নিয়ে কোনও পোক্ত জবাব দিতে পারেননি তিনি।

(বিয়ে ছেড়ে পালাচ্ছিলেন বর, ২০ কিলোমিটার দৌড়ে পাকড়াও করলেন কনে! শেষে যা হল… )

( Viral Video: মলদ্বারে লোকানো ছিল সোনা! বিমানবন্দরে যাত্রী নামতেই করা হল পাকড়াও)

( Video: মির্জাপুরের কার্পেট, রাজস্থানের আম্বাজির সাদা মার্বেল! নয়া সংসদভবনে কোন সামগ্রী কোথা থেকে আনা হয়েছে?)

এদিকে, সদ্য গত বছরেই দেশে প্রস্রাব কাণ্ড ঘিরে ব্যাপক তোলপাড় হয়। এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা যাত্রীর গায়ে এক সহযাত্রী ব্যক্তির মূত্রত্যাগের অভিযোগ ওঠে। পরে সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এদিকে, তার আগে পদক্ষেপ করে ডিসিজিএ। গ্রেফতার হন অভিযুক্ত। শুরু হয় মামলা। বিমানে এমন ধরনের ঘটনা ঘটলে, কী করণীয় তা নিয়ে অবস্থান জানতে চেয়ে কেন্দ্র সমেত বিভিন্ন অসামরিক বিমান পরিবহন সংস্থাকে বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর ফের একবার এমন প্রস্রাবকাণ্ডের ঘটনা সামনে আসছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup