কুড়মি জনজাতির লড়াই লাগিয়েছেন মমতা, মানিকচকে পাল্টা তোপ শুভেন্দুর

কুড়মি জনজাতির ক্ষোভের-বিক্ষোভের জন্য শালবনি সভা থেকে থেকে বিজেপির দিকে আঙুল তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার এই বিক্ষোভের জন্য মালদার মানিকচকের সভা থেকে খোদ মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার শুভেন্দু বলেন,’এনআরসির নাম করে সংখ্যালঘু মুসলিমদের ভয় দেখাচ্ছেন। পাহাড়ে লেপচা-ভুটিয়াদের মধ্যে ভাগাভাগি করেছেন। এই কুড়মি বিক্ষোভ হচ্ছে এর নির্মাতা হল মমতা ব্যানার্জি।’ তাঁর কথায় সবার মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে ফায়দা নিতে চাইছেন মুখ্যমন্ত্রী। 

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা চালায় একদল কুড়মি আন্দোলনকারী। কিন্তু কুড়মিদের পক্ষ থেকে দাবি করা হয় তারা এই হামলা সঙ্গে যুক্ত নয়। তৃণমূল অভিযোগ তোলে মাথায় হলুদ কাপড় বেঁধে হামলা চালিয়েছে বিজেপি। পরে শালবনির নবজোয়ার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন,’আমি বিশ্বাস করি কুড়মি ভাইয়েরা এই কাজ করতে পারে না। বিজেপিই এই কাজ করিয়েছে। অভিষেকের উপরও ওরা হামলা করতে গিয়েছিল।’ 

এর পর তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, মণিপুরে অশান্তির পিছনে তাদের হাত রয়েছে। রাজ্যেও ‘জাতিদাঙ্গা’ বাঁধানোর জন্য কুড়মিদের মদত দিচ্ছে বিজেপি। তাঁর অভিযোগ, মণিপুরের মতো অশান্তি পাকানো চক্রান্ত করেছে বিজেপি। সে জন্য কুড়মি নেতাদের টাকাও দিচ্ছে তারা।

(পড়ুন। ‘মণিপুর বানাতে রাজ্যে কুড়মিদের মদত দিচ্ছে বিজেপি’, কনভয় হামলা নিয়ে তোপ মমতার)

মনিকচকের সভা থেকে শুভেন্দু রাম নবমীর অশান্তির প্রসঙ্গও তোলেন। তিনি অভিযোগ করে বলেন,’রামনবমীতে যে অশান্তি হয়েছে তার জন্য আমি কোনও ধর্মীয় সম্প্রদায়কে দায়ী করব না। ওই ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।’