১৭ বছর আগে অপহরণ, ১৫ বছরের কিশোরী আজ ৩২, খোঁজ পেল পুলিশ, কোথায় ছিলেন এতদিন?

২০০৬ সাল। ১৭ বছর আগে দিল্লির গোকুলপুরী এলাকা থেকে এক কিশোরীকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। আর এতদিন পরে সেই গোকুলপুরী এলাকাতেই তার খোঁজ পেল পুলিশ। পুলিশ জানিয়েছে তাকে যখন অপহরণ করা হয়েছিল তখন তার বয়স ছিল ১৫ বছর। আর এখন তিনি ৩২ বছর বয়সি মহিলা।

ডেপুটি কমিশনার অফ পুলিশ রোহিত মিনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২২ মে সীমাপুরী থানার একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে ওই মহিলাকে উদ্ধার করেছে। ১৭ বছর আগে তাকে অপহরণ করা হয়েছিল। এখন তার বয়স ৩২ বছর। পুলিশ জানিয়েছে ২০০৬ সালে দিল্লির গোকূলপুরী থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। তারা বাবা এই অভিযোগ জানিয়েছিলেন।

তবে সেই বিভিন্ন জায়গায় মেয়েটির খোঁজ চলেছিল। কিন্তু কোথাও পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তদন্তে জানা যায় মেয়েটি বাড়ি থেকে চলে গিয়ে দীপক নামে একজনের সঙ্গে থাকত। তারা উত্তরপ্রদেশের বালিয়াতে চলে গিয়েছিল। এদিকে লকডাউনের সময় দীপকের সঙ্গে তার ঝামেলা হয়। এরপর তিনি ফের গোকূলপুরী এলাকায় চলে আসেন। সেখানেই ঘর ভাড়া করে তিনি থাকছিলেন। এরপর সেখানেই তার খোঁজ মেলে।

এদিকে পুলিশ সূত্রে খবর, দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল সীমা ঢাকা সময়পুর বদলি থানায় পোস্টিং ছিলেন। তিনি তিন মাসে অন্তত ৭৬জন নিখোঁজ বাচ্চাকে খুঁজে বের করেছিলেন। তার এই সাফল্যের কাহিনি ছড়িয়ে পড়ে পুলিশ মহলে। এরপর সময়ের আগেই তাঁকে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদমর্যাদায় প্রমোশন দেওয়া হয়।