Exclusive Vande Bharat: নিউ কোচবিহারে দাঁড়াবে বন্দে ভারত, HT Bangla-কে জানালেন রেলকর্তা

অবশেষে প্রতীক্ষার অবসান। নিউ কোচবিহার স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস। সূত্রের খবর, এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস এবার নিউ কোচবিহার স্টেশনে দাঁড়াবে। ২৯ মে থেকে এই ট্রেনের সূচনা হবে। তার আগে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে নিউ জলপাইগুড়ি ছেড়়ে আসার পরে নিউ কোচবিহার স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত। অর্থাৎ সকাল ৬টা ১০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত। এরপর ৭টা ৩৫ মিনিটে ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে থামবে। এক মিনিটের জন্য় সেখানে স্টপেজ দেওয়া হচ্ছে। এরপর ৭টা ৫০মিনিটে পরের স্টপেজ নিউ আলিপুরদুয়ারে থামবে বন্দে ভারত। সেখানেও ১ মিনিটের স্টপেজ রয়েছে।

এদিকে নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারতের স্টপেজ দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছিল তৃণমূল। সোশ্য়াল মিডিয়ায় এই দাবি তোলা হয়েছিল। তবে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অবশ্য় আগেই জানিয়েছিলেন, পরবর্তী বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে নিউ কোচবিহারে থামবে বন্দে ভারত। তবে তারপরেও আন্দোলনে নেমেছিল তৃণমূল। 

নিউ কোচবিহার স্টেশনে থামবে বন্দে ভারত। হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন রেলকর্তা।