Mamata Banerjee in Shalbani:শালবনির নবজোয়ার মঞ্চে নেতাদের নাম ধরে ডেকে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বললেন মমতা

মালদার পর পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অভিষেকের নবজোয়ার যাত্রায় যোগ দিয়েছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে আরও একবার দলের নেতাকর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সতর্ক করলেন তিনি। নেতাদের নাম ধরে ডেকে পঞ্চায়েত ভোটের আগে দলনেত্রী বার্তা, দলে ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু লড়াই করতে হবে একসঙ্গে।

মঞ্চ থেকে নেতা-কর্মীদের উদ্দেশে মমতা বলেন,’অনেক সময় দেখা যায় বিধায়কদের একটা মত তো ব্লক সভাপতিদের একটা মত। আবার জেলা পরিষদের সদস্যের একটা মত হচ্ছে। বুথ কমিটির একটা মত হচ্ছে। গণতন্ত্রে দল বড় হলে ভিন্ন মতে হতেই পারে। আমার মতে সঙ্গে অন্য আরেক জনের মত মিলতে নাই পারে। কিন্তু দলের সিম্বল যে পাবে, তাকেই সবাই মিলে সমর্থন করতে হবে।’

তথ্য বলছে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন সময় দলের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে। মমতা কাগজ হাতে নিয়ে নেতাদের নাম ধরে ধরে তাঁদের সতর্ক করেন। দলনেত্রী বলেন, ‘সুজয়কে বলব জুনের সঙ্গে যে ঝামেলা আছে তা মিটিয়ে ফলতে। ও আমাদের সাংস্কৃতিক টিমে আছে। বেশ জনপ্রিয়।’ নাম করে শিউলি সাহাকেও সতর্ক করনে মমতা। অজিত মাইতি প্রসঙ্গেও বলেন,’অজিত মাইতি অনেক পুরনো, অনেক দিনের সহকর্মী। কেউ কেউ অজিতকে পাত্তা দেয় না। আবার অজিতেরও দোষ আছে একটু দলবাজি করার স্বভাব আছে। এ গুলো ওকে ছাড়তে হবে। তবেই ওকেও সবাই পাত্তা দেবে।’

এর আগে নবজোয়ার যাত্রায় অভিষেক সাফ জানিয়ে দেন, প্রার্থী হতে না পারলে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়লে তাকে আর দল নেবে না। সেই বার্তাকে আরও সুনির্দিষ্ট করে নেতা-কর্মীদের জানিয়ে দিলেন দলনেত্রী।