Mid-day-meal: মিড ডে মিলের খিচুড়িতে ‘মরা সাপ’, ওই রাজ্যে অসুস্থ শতাধিক শিশু

আদিত্যনাথ ঝাঁ

বাংলার পর এবার বিহার। মিড-ডে মিলে মিলল মরা সাপ। অভিযোগ এমনটাই। আর সেই মিড ডে মিল খেয়ে শতাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারের আরারিয়া জেলার ঘটনা। তবে তাদের পরিস্থিতি আপাতত স্থিতিশীল।

শনিবার একেবারে ইন্দো নেপাল সীমান্ত সংলগ্ন বিহারের একটি স্কুলে এই ঘটনা। আরারিয়া জেলার শিক্ষা আধিকারিক যারা ওই মিডডে মিল খেয়েছিল তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তারা আপাতত বিপদমুক্ত।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন এনিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের দোষ থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানিয়েছেন, একটি এনজিওকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। ওই এনজিওর লাইসেন্স প্রয়োজনে বাতিল করা হবে। এতে তাদের কতটা ভূমিকা ছিল সেটা দেখা হবে।

ঠিক কী হয়েছিল ব্যাপারটা? সূত্রের দাবি, মিড ডে মিলটা যখন দেওয়া হচ্ছিল তখন একজন ছাত্র প্রথমে মরা সাপটিকে দেখতে পায়। কিন্তু ততক্ষণে শতাধিক পড়ুয়া ওই মিড ডে মিল খেয়ে ফেলেছে।

তবে চিকিৎসক জানিয়েছেন, পড়ুয়ারা আপাতত নিরাপদে রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়েই শিক্ষা দফতরের পদস্থ কর্তারা দ্রুত ঘটনাস্থলে চলে যান। তাঁরা হাসপাতালে গিয়েও অসুস্থ শিশুদের সঙ্গে কথা বলেন। শিক্ষকদের দাবি, আমরা মিড ডে মিল নিয়ে নানা সময়ে নানা অভিযোগ পেয়েছি। এনিয়ে এনজিওকে বার বার বলেছি। কিন্তু ওরা কথা কানেই নেয় না।

কিন্তু সাপটা কীভাবে পড়ল মিড ডে মিলের মধ্যে? এনজিওর এক আধিকারিক জানিয়েছেন, কীভাবে সাপটি ওখানে গেল তা বোঝা যাচছে না। গত বছরেও বিহারের ভাগলপুরে মিড ডে মিল খেয়ে প্রায় ২০০ শিশু অসুস্থ হয়ে পড়েছিল।

ওই খিচুড়িতে কীভাবে সেটি এল খতিয়ে দেখা হচ্ছে।