Abhishek Banerjee: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত: অভিষেক

নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পশ্চিম মেদিনীপুরে একথা বলেন তিনি। এদিন তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এদিন অভিষেক বলেন, ‘আপনি বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। খুব ভালো। যে টাকা নিয়েছে তাকে জেলে ঢোকাও। তাহলে বিজেপির নেতারা ধোয়া তুলসিপাতা কী করে হবে। দিলীপ ঘোষের বাড়ি থেকে প্রসন্ন রায়ের দলিল পাওয়া গেছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা মডেল। অর্পিতা মুখার্জির বাড়িতে রেইড হচ্ছে কেন, পার্থ চ্যাটার্জির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের ডিটেইলস পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে। খুব ভালো, হোক। হওয়াও উচিত। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত। তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার হচ্ছে, তাহলে দিলীপ ঘোষের বাড়িতে রেইড হবে না কেন? বিজেপি করে বলে?’

প্রসন্ন রায়ের মহিষবাথানের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল পেয়েছে ইডি। এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি ওই আবাসনে একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগের নাম পরিবর্তন ও নামপত্তনের জন্য প্রসন্ন রায়কে দলিলের প্রত্যয়িত নকল দিয়েছিলেন তিনি। সমপ্রতি আদালতে পেশের সময় একই কথা বলেন প্রসন্ন রায়। তিনি জানান, তাঁর ফ্ল্যাট থেকে দিলীপ ঘোষের ফ্ল্যাটের যে নথি উদ্ধার হয়েছে সেটি আসল দলিল নয়। দলিলের সার্টিফায়েড কপি। ফ্ল্যাটের নামপত্তন করতে তাঁকে ওই নথি দেওয়া হয়েছিল। তবে দিলীপ ঘোষকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন কি না সেব্যাপারে মুখ খোলেননি প্রসন্ন রায়।

বলে রাখি, গত সোমবার আদালতে পেশের সময় অভিষেকের নবজোয়ার যাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান পার্থ চট্টোপাধ্যায়।