ABP Exclusive: Shooter Mehuli Ghosh Wins 3 Medals Including Two Gold Medals In Khelo India University Games

কলকাতা: শ্যুটিংয়ে একের পর এক নজির গড়ে চলেছেন হুগলির বৈদ্যবাটির শ্যুটার মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। জাতীয় স্তরের টুর্নামেন্টে পদকের হ্যাটট্রিক করলেন বঙ্গকন্যা। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে তিনটি পদক জিতেছেন মেহুলি। যার মধ্যে জোড়া স্বর্ণপদক। রবিবার একটি ব্রোঞ্জ পদকও জিতে নিয়েছেন মেহুলি।

ABP Ananda – Live TV

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন মেহুলি। নয়াদিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় জোড়া সোনা জিতেছেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন মেহুলি। নর্মদা নীতিনকে হারিয়ে দেন তিনি।

মেহুলির মা মিতালি এবিপি আনন্দকে বলছিলেন, ‘১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগের ফাইনালে ৬৩৭ স্কোর করেছে মেহুলি। সোনা জিতেছে ও।’ প্রসঙ্গত, মেহুলির মাসতুতো বোন স্বর্ণালী রায় ব্যক্তিগত বিভাগে ৬২৯.৮ স্কোর করেছেন। তিনি পঞ্চম স্থান পেয়েছেন।

দলগত বিভাগে সোনা জিতেছেন মেহুলিরা। সেই দলে মেহুলির সঙ্গে ছিলেন স্বর্ণালী ও অর্ণিশা চৌধুরী। মিতালি জানালেন, রবিবারও একটি পদক জিতেছেন মেহুলি। মেয়ের সাফল্যে গর্বিত মা বলছিলেন, ‘মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে মেহুলি।’

এখন হায়দরাবাদে গগন নারাঙ্গের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন মেহুলি। তবে অলিম্পিক্সের কথা ভেবে আরও জোরদার প্রস্তুতি নিতে চান বঙ্গকন্যা। যে লক্ষ্যে ফ্রান্সে পাড়ি দেবেন তিনি। সেখানে আরও উন্নত পরিকাঠামোয় প্রস্তুতি সারবেন।

নয়াদিল্লি ছাড়াও লখনউ, বারাণসী, গ্রেটার নয়ডা, গোরক্ষপুর মিলিয়ে চলছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। সারা ভারতের ২০৫টি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।                  

 


জাতীয় দলে জায়গা ফিরে পেতে মরিয়া মেহুলি। যুব অলিম্পিক্সে রৌপ্যপদকজয়ী শ্যুটার বিশ্ব মঞ্চেও নজর কাড়তে বদ্ধপরিকর। ব্যক্তিগত বিভাগের ফাইনালে সোনা জিতে যেন দেশের সেরা শ্যুটারদের বার্তা দিলেন বঙ্গতনয়া। ৬০ শটের ফাইনালে ১০.৬ গড়ে স্কোর করেছেন মেহুলি। যা বেশ উৎসাহিত হওয়ার মতোই।          

মেহুলি বলেছেন, ‘ভাল ফল করায় আত্মবিশ্বাসী লাগছে। প্র্যাক্টিসেও এত ভাল স্কোর করিনি। শ্যুটিং রেঞ্জে সেরা দিন কাটালাম।’     

আরও পড়ুন: ABP Exclusive: ভারত vs পাকিস্তান না হলেও ইডেনে হয়তো বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান দুই দলই