Bandhan Express: খুলনা – কলকাতা বন্ধন এক্সপ্রেসের কামরার নীচে ফুলকি, মাঝপথে থামল ট্রেন

কামরার নীচে ফুলকি দেখা যাওয়ায় মাঝপথে থামল খুলনা – কলকাতা বন্ধন এক্সপ্রেস। রবিবার বিকেলে উত্তর ২৪ পরগনার হাবরা স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক। এর পর কামরাটি পরীক্ষা করে ফেল যাত্রা শুরু করে ট্রেনটি। আন্তর্জাতিক ট্রেনে এই ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ায়।

রবিবার বিকেলে পেট্রাপোল সীমান্ত পার করে কলকাতার দিকে এগোচ্ছিল বন্ধন এক্সপ্রেস। হাবরা স্টেশনের কাছে ট্রেনের একটি চাকা থেকে ফুলকি বেরোতে দেখেন গেটম্যান। সঙ্গে সঙ্গে হাবরার স্টেশন মাস্টারকে সেকথা জানান তিনি। হাবরা স্টেশনে ট্রেনটি পৌঁছলে সেটিকে দাঁড় করিয়ে দেন স্টেশন মাস্টার। হাবরা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এর পর ইঞ্জিনের চালকদের ফুলকি দেখতে পাওয়ার কথা জানান স্টেশন মাস্টার। ট্রেনের চালক ও রেলের অন্য বিশেষজ্ঞরা মিলে ফুলকি তৈরির কারণ পরীক্ষা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি চাকায় ব্রেক জ্যাম হয়ে যাওয়ায় ফুলকি তৈরি হয়।

এই ঘটনার জেরে প্রায় ১ ঘণ্টা হাবরা স্টেশনে দাঁড়িয়ে থাকে বন্ধন এক্সপ্রেস। আন্তর্জাতিক ট্রেনটি হঠাৎ হাবরা স্টেশনে দাঁড়িয়ে পড়ায় ভিড় জমান আসেপাশে থাকা মানুষজন। ফুলকি দেখা গিয়েছে এই খবর চাউর হতে আতঙ্কে ভুগতে থাকেন যাত্রীদের একাংশও। কারণ গন্তব্যে পৌঁছনোর আগে যাত্রীদের ট্রেনের কামরা থেকে নামা সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রায় ১ ঘণ্টা ধরে পরীক্ষা নিরীক্ষার পর সন্ধে ৬টা নাগাদ হাবরা স্টেশন থেকে ছেড়ে যায় বন্ধন এক্সপ্রেস। সেটি নির্বিঘ্নে কলকাতা স্টেশনে পৌঁছেছে বলে জানা গিয়েছে। তবে এব্যাপারে পূর্ব রেলের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।