IPL 2023: গিলের মাথাতেই কি ঠাঁই পাবে পাকাপাকি এই মরসুমের অরেঞ্জ ক্যাপ?

<p><strong>কলকাতা:</strong> আইপিএলে অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে শীর্ষেই শুভমন গিল। রবিবার <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a> ফাইনালের মঞ্চে ব্যাট হাতে নামার সুযোগ পাননি গুজরাত টাইটান্সের ওপেনার। বৃষ্টির জন্য এক বলও খেলা সম্ভব হয়নি ম্যাচে। সোমবার ম্য়াচ করা সম্ভব হলে গিলের সামনে সুবর্ণ সুযোগ নিজের রান সংখ্যা আরও বাড়িয়ে নিয়ে অরেঞ্জ ক্যাপ চলতি মরসুমের জন্য় পাকাপাকিভাবে মাথায় তোলা। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ৮৫১ রান ঝুলিতে পুরেছেন গিল। মুম্বইয়ের বিরুদ্ধে ১২৯ রানের ঝোড়ো শতরান হাঁকিয়ে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে উঠে গিয়েছিলেন তরুণ এই ভারতীয় ওপেনার। টপকে গিয়েছিলেন ফাফ ডু প্লেসিকে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া তারকা।&nbsp;</p>
<p>৭০০ রানের গণ্ডি টপকে গিয়েছিলেন ডুপ্লেসি (Faf Du Plessis)। ১৪ ম্যাচে ৭৩০ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের। ফাফের গড় চোখ ধাঁধানো ৫৬.১৫। গত শুক্রবার অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন শুভমন। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল। এখনও পর্যন্ত মোট তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তরুণ। আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরির আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন গিল। আগামীকাল চেন্নাইয়ের বিরুদ্ধে আরও একটা শতরানের ইনিংস খেললে এক মরসুমে চারটি সেঞ্চুরি হাঁকানোর তালিকায় বিরাট ও বাটলারের সঙ্গে একই তালিকায় নাম লেখাবেন তিনি। ২০১৬ সালে আইপিএলে বিরাট ও গত বছর আইপিএলে বাটলার ৪টি করে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="CP6nlYDXmP8CFc57fQodkc8Gyg">
<div id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0__container__"><iframe id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0" tabindex="0" title="3rd party ad content" role="region" name="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0" width="1" height="1" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no" aria-label="Advertisement" data-load-complete="true" data-google-container-id="7" data-mce-fragment="1"></iframe>বিরাট কোহলি রয়েছেন অরেঞ্জ ক্যাপের তালিকায় তিন নম্বরে। এবারের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে দুটি শতরানের সুবাদে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে রয়েছেন কোহলি (Virat Kohli)। ভারতীয় ব্যাটারের ঝুলিতে ১৪ ম্যাচের শেষে ৬৩৯ রান। হায়দরাবাদ ও গুজরাত, পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন কিংগ&nbsp;<a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>। তাঁর দল আইপিএল থেকে বিদায় নিলেও তাই সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন বিরাট।</div>
</div>
</div>
</div>
<p>১৪ ম্যাচে ৬২৫ রান করে চার নম্বরে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yasashvi Jaiswal)। একটি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার। অরেঞ্জ ক্যাপে দখলের তালিকায় লড়াইয়ে থাকা ব্যাটারদের মধ্যে পাঁচ নম্বরে রয়েছেন ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের ওপেনার ১৫ ম্যাচে ৬টি অর্ধশতরানের সুবাদে ৬২৫ রান করেছেন। রান সংখ্যা সমান হলেও যশস্বীর চেয়ে এক ধাপ পিছিয়ে কনওয়ে। যেহেতু স্ট্রাইক রেটে সামান্য পিছিয়ে তিনি। তবে গড়ের দিক থেকে অবশ্য এগিয়ে কনওয়ে। যশস্বীর সামনে আর সুযোগ নেই নিজের রান সংখ্যা বাড়ানোর। এবার তাই কনওয়ে আরও কিছুটা এগিয়ে যেতে পারবেন।&nbsp;</p>