Rajesh Mahato: জামিনের আবেদন খারিজ, রাজেশ মাহাতোকে ১ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার কুড়মি আন্দোলনের নেতা রাজেশ মাহাতোর জামিনের আবেদন খারিজ করল ঝাড়গ্রাম আদালত। রাজেশবাবুসহ ৪ জনকে ১ জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার তাদের বিশেষ আদালতে পেশ করা হবে।

রবিবার রাজেশবাবুসহ ৪ জনকে আদালতে পেশ করে পুলিশ। রাজেশবাবুর আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। প্রত্যেককে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিন রাজেশ মাহাতোকে আদালতের পেশের আগে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা হয়। ওদিকে রাজেশ মাহাতোর গ্রেফতারির প্রতিবাদে জঙ্গলমহলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন কুড়মিরা। 

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় শনিবার রাজেশ মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। তার আগে তাঁকে খড়গপুর থেকে কোচবিহারের সিতাইয়ে বদলি করে প্রাথমিক শিক্ষা দফতর। রাজেশবাবুর বদলি প্রতিহিংসামূলক বলে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, উনি যে জাতিসত্ত্বার আন্দোলন করছেন তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু সরকার যে ভাবে প্রতিহিংসামূলক পদক্ষেপ করছে আমি তার বিরোধিতা করি। প্রয়োজনে ওনাকে আইনি সাহায্য করব। রাজেশ মাহাতোর পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বলেন, আদিবাসীদের সঙ্গে কুড়মিদের বিবাদ বাঁধাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কুড়মিদের আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। তবে যা কিছু হবে, সংবিধান মেনে।