Suvendu Adhikari: CPIM-এর জন্য বিধানসভা নির্বাচনে ৬০টা আসনে হেরেছে BJP: শুভেন্দু

রাজ্যে তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে বাম ও কংগ্রেসের। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দাঁড়িয়ে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে সোনারপুরের ২ বিধায়ককে তুমুল আক্রমণ করেন তিনি। জানান, তাদের বিরুদ্ধে যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দেবেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘২০১১ সালে বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র, ২০১৬ সালে বিরোধী দলনেতা ছিলেন আবদুল মান্নান, লড়াই ছিল? ছিল না। যত চুরির বিরুদ্ধে হাইকোর্ট রায় দিচ্ছে আর তাদেরকে কংগ্রেসের নেতা মনু সিঙ্ঘভি বাঁচাচ্ছে। আর সেই কংগ্রেসের সঙ্গে জোট করেছে সিপিএম। তাই সিপিএমের অনেকে আমাদের দিকে চলে এসেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম বলেছিল নো ভোট টু বিজেপি। তার পরে নিজের ভোট চেয়েছে। নিজেদের ভুলের জন্য ভোট কেটে ৬০টা আসনে আমাদের হারিয়েছে সিপিএম। বিরোধী ভোট ভাগ করেছে। আবার পথে নেমেছে’।

বলে রাখি, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি একজন প্রথিতযশা আইনজীবী। তবে তাঁর তৃণমূল নেতাদের মামলা লড়ায় আপত্তি রয়েছে প্রদেশ কংগ্রেসের। সেকথা জানিয়ে কংগ্রেস হাইকম্যান্ডকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তার পরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক মামলায় সওয়াল করতে দেখা গিয়েছে সিঙ্ঘভিকে।