Death: বিজেপি নেত্রীর রহস্যমৃত্যু, পালাগানও করতেন, পাথর দিয়ে থেঁতলে খুন

ভয়াবহ কাণ্ড ওড়িশার কেওনঝড়ে। রবিবার রাতে স্থানীয় এক বিজেপি নেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম সত্যভামা সিংহ। তিনি বিজেপির মণ্ডল সহ সভাপতি। তবে তাঁর অপর একটি পরিচয়ও রয়েছে। তিনি পালাগান করতেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে তাঁকে একেবারে পাথর দিয়ে থেঁততে খুন করা হয়েছে। কিন্তু কেন তাকে এভাবে খুন হতে হল?

এর পেছনে কি কোনও রাজনৈতিক যোগ রয়েছে? তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে এর পেছনে রাজনৈতিক কোনও কারণ সম্ভবত নেই। ওই মহিলার পালাগানের একটি দল ছিল। যেখানে বায়না হত সেখানেই তাঁরা গান করতে যেতেন। কিন্তু সম্ভবত পালাগানের দলের লোকজনের সঙ্গে তাঁর সমস্যা চলছিল। যার জেরেই তাকে খুন করার ছক কষা হয়েছিল। হয়তো রাতে তীব্র আক্রোশ থেকে তাকে এভাবে খুন করা হয়। এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, দেহটি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।

তবে আরও একটি সম্ভাবনা কথা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সত্যভামার পালাগানের দলের পাশাাপাশি আরও একাধিক দল রয়েছে। তারাও তাদের মতো করে পালাগান করেন। কিন্তু বায়না ধরা নিয়ে তাদের মধ্যে একটি পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা থেকেই যায়। সেটা নিয়ে অপর কোনও দলের সঙ্গে সত্যভামার সমস্যা তৈরি হয়েছিল কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সত্যভামা পাণ্ডাপাড়া মণ্ডলের সহ সভাপতি ছিলেন। এলাকায় বিজেপির নানা কর্মসূচিতে তিনি থাকতেন। সংগঠনকে শক্তিশালী করার কাজেও নানা কাজ করতেন। তবে সেই নিরিখে কোনও সমস্যা তৈরি হয়েছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে।