GT vs CSK Score Live Updates: Chennai Super Kings vs Gujarat Titans IPL 2023 Final Live streaming ball by ball commentary

আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার মহারণ। আইপিএল (IPL Final) ফাইনালে গুরু-শিষ্যের লড়াই। মুখোমুখি চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গতবারের ট্রফিজয়ী গুজরাত টাইটান্স (GT vs CSK)। গুরু-শিষ্যের লড়াই কারণ, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এবং হার্দিক প্রকাশ্যে বারবার বলে এসেছেন যে, নেতৃত্বের পাঠ তিনি পেয়েছেন ধোনির কাছেই।

ষোড়শ আইপিএলের (IPL 2023) শুরুটা হয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) ম্যাচ দিয়েই। ৭৩টি ম্যাচের পর সেই একই স্টেডিয়ামে এই দুই দলই আবার খেতাবি লড়াইয়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে। পয়েন্ট তালিকা হোক বা পারফরম্যান্স, এই দুই দলই গোটা আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। ফাইনালে যোগ্য প্রতিপক্ষ হিসাবেই একে অপরের মুখোমুখি হচ্ছে সিএসকে ও গুজরাত।

আইপিএলে (IPL) মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) হাত ধরেই চার চারটি খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সোমবার, ২৮ মে ফাইনালে (IPL Final 2023) পঞ্চম আইপিএল ট্রফি জিতে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বকালীন খেতাব জয়ের রেকর্ডে ভাগ বসানোর হাতছানি ধোনির নেতৃত্বাধীন সিএসকের সামনে। এই ম্যাচটি ধোনির শেষ আইপিএল ম্যাচ হতে পারে বলে, বিভিন্ন মহলে জল্পনা চলছে। তিনি পরের মরসুম থেকে আর আইপিএল খেলেন কি না, সেটা সময়ই বলবে। তবে সোমবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামলেই এক অনন্য রেকর্ড গড়ে ফেলবেন মাহি।

তিনিই প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলে ২৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন। নিজের মাইলফলক ম্যাচকে থালা চিরস্মরণীয় করে রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। আইপিএলের ১৬টি মরসুমেই খেলা গুটিকয়েক খেলোয়াড়ের অন্যতম হলেন ধোনি। সিএসকে অধিনায়ক এখনও পর্যন্ত ২৪৯টি আইপিএল ম্যাচে খেলে ফেলেছেন। আইপিএল কেরিয়ারে ৩৯.০৯ গড়ে ৫০৮২ রান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। স্ট্রাইক রেট ১৩৫.৯৬। আইপিএল কেরিয়ারে অপরাজিত ৮৪ রানের ইনিংস তাঁর সর্বোচ্চ। ২৪টি আইপিএল অর্ধশতরানও করেছেন তিনি। রয়েছে একমাত্র কিপার হিসাবে দু’শোর অধিক উইকেট নেওয়ার (কিপার হিসাবে) কৃতিত্ব। সব ঠিকঠাক থাকলে নিজের বর্ণময় কেরিয়ারে সোমবার দিনই আরও একটি নতুন পালক জুড়বেন মাহি।