IPL Final 2023: Gujarat Titans Vs Chennai Super Kings Final Rescheduled On Monday, Know The Rules Regarding Match Tickets

আমদাবাদ: বৃষ্টিতে রবিবার গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) আইপিএল ফাইনালের এক বলও খেলা হয়নি। আজ, সোমবার রিজার্ভ ডে-তে হবে ফাইনাল ম্যাচ। যাতে বেশি সংখ্যক দর্শক মাঠে আসতে পারেন, তার জন্যই রবিবার ফাইনাল ম্যাচ ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বৃষ্টি বাদ সাধায় সেই ম্যাচ হবে সোমবার।

ABP Ananda – Live TV

কিন্তু সোমবার মাঠে দর্শক ঢুকবেন কীসের বিনিময়ে? নতুন করে কি টিকিট কাটতে হবে সকলকে?

এ ব্যাপারে বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ও ফাইনালের আয়োজক গুজরাত ক্রিকেট সংস্থা। বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে বাধ্য হয়েই ফাইনাল সোমবার করা হচ্ছে। তবে সোমবারের জন্য আর আলাদা করে টিকিট কাটতে হবে না। রবিবারের ম্যাচের টিকিটেই সোমবার ম্যাচ দেখা যাবে।

গুজরাত টাইটান্সের চিফ অপারেটিং অফিসার অরবিন্দর সিংহ বলেছেন, ‘আইপিএল ফাইনালের জন্য সকলেই প্রবল আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন। গতবার ২৯ মে-ই আমরা ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আশা করব এবারও ঘরের মাঠে প্রচুর সংখ্যক মানুষ এসে আমাদের হয়ে গলা ফাটাবেন।’

রবিবার আইপিএল ফাইনালের দিন বৃষ্টির জন্য টস করাও সম্ভব হয়নি। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পর খেলা পিছিয়ে দেওয়া হয় সোমবার। আজ সন্ধে ৭.৩০ থেকেই শুরু হবে খেলা।

আগেই ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। বিশেষ করে আমদাবাদে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। তবুও রবিবার আশা করা গিয়েছিল যে, ম্য়াচ শুরু করা যাবে। খেলা শুরু হওয়ার কথা ৭.৩০। আর তার ৩০ মিনিট আগে টস হওয়ার কথা। কিন্তু টসের আগেই প্রবল বৃষ্টি শুরু হয়। তবুও আশা করা গিয়েছিল যে ৯.৩৫ এর মধ্যে যদি বৃষ্টি থেমে যায়, তবে নির্ধারিত ২০ ওভারেই খেলা হবে। কিন্তু রাত যত বাড়ে, বৃষ্টি ততই বাড়তে থাকে। রাত ১২.২৬ এ ম্যাচ শুরু করা গেলেও পাঁচ ওভার প্রতি ইনিংস ম্যাচ করা হতো। কিন্তু মাঠের পরিস্থিতি এতটাই খেলার অনুপযুক্ত হয়ে গিয়েছিল যে, আম্পায়াররা ২ অধিনায়কের সঙ্গে কথা বলে ম্য়াচ সোমবার পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তেই সহমত পোষণ করেন। কারণ গ্রাউন্ডসম্য়ানদের পক্ষেও এক ঘণ্টার মধ্য়ে মাঠ ম্য়াচ আয়োজনের অনুকূল করা সম্ভব হতো না। তাই সোমবারই ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ABP Exclusive: ভারত vs পাকিস্তান না হলেও ইডেনে হয়তো বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান দুই দলই

আমদাবাদের আবহাওয়ার যা পূর্বাভাস তাতে সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি সোমবারও ম্যাচ আয়োজন করা কোনওভাবেই সম্ভব না হয়, তবে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করা হবে। লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছিল হার্দিক পাণ্ড্যর দল। তাই নিয়ম অনুযায়ী খেতাবও তাঁরাই পাবেন।