New parliament Carpet: ৯০০ কারিগর সংসদের জন্য কতগুলি কার্পেট বুনেছেন? ১০ লাখ ঘন্টার হিসেবে বড় চমক

রবিবার উদ্বোধনের পর থেকেই ভবনের কোনায় কোনায় দেখা মিলেছে চমকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেদমন্ত্র উচ্চারণ থেকে যাগযজ্ঞ করে নয়া ভবনের উদ্বোধন করেন। এরপর সোঙ্গল পুজো ও সাষ্টাঙ্গ প্রণামের মধ্যে দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। পুরনো ভবনটিতে নানা কাজের জন্য ঠিকমতো স্থান সংকুলান হচ্ছিল না বলেই নতুনটি গড়ার উদ্যোগ নেওয়া হয়। তবে সংসদ ভবনের মূল কক্ষে প্রবেশের পর অপেক্ষা করছিল বড় চমক। ভবনের মেঝেতে বিছানো কার্পেটের অভাবনীয় গ্ল্যামার এই দিন চর্চার কেন্দ্রে ছিল বরাবর। ঘন ও নিপুণ বুনটের সঙ্গে আরও বেশ কিছু কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে চর্চার বিষয় হয়ে দাঁড়ায় সংসদ ভবনের কার্পেটটি।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেও কাজ করতে ক্লান্ত লাগছে? চাঙ্গা হয়ে উঠুন ৫ উপায়ে

আরও পড়ুন: বড় বিপদ! ডায়াবিটিস থাকতেও রোজ খান এই খাবার? আয়ুর্বেদ কেন নিষেধ করছে জানেন

দেশের বিভিন্ন রাজ্য থেকেই কিছু না কিছু চমকে দেওয়ার মতো উপকরণ রয়েছে নয়া সংসদ ভবনে। তার মধ্যে অন্যতম হল ভবনের মেঝেতে বিছানো কার্পেট। সব মিলিয়ে ৯০০ কারিগরের ঘাম ঝরানো চেষ্টায় সংসদ আলো করেছে কার্পেট। উত্তরপ্রদেশের কারিগরদের হাতে বিশেষভাবে তৈরি কার্পেটটি বানাতে সময় লেগেছে ১০ লাখ ঘন্টা। দেশের ১০০ বছরের পুরনো কার্পেট তৈরির সংস্থা ‘ওবিতি কার্পেট’কে বরাত দেওয়া হয় এই বিশেষ কার্পেট নির্মাণের। সংস্থার সূত্রের খবর, উত্তরপ্রদেশের ভাদোহি ও মির্জাপুর জেলা থেকেই ৯০০ শিল্পীকে বাছাই করা হয়। দুটি কক্ষের জন্য ১৫০টি করে কার্পেট বুনে দিয়েছিল ওই সংস্থা। তারপরেই লোকসভা ও রাজ্যসভার ৩৫ হাজার ব্রগফুট মেঝেতে তা বিছানো হয়।  

সংস্থার চেয়ারম্যান এই দিন সংবাদমাধ্যমকে জানান, দুটি হাউসের জন্য সাড়ে ১৭ হাজার বর্গফুটের কার্পেট বানিয়েছিলেন এই শিল্পীরা। ১০ লাখ ঘন্টা অর্থাৎ প্রতি শিল্পী ১১১১ ঘন্টা করে সময় দিয়েছে সংসদ ভবনের কার্পেটটি বুনতে। আলাদা আলাদা কার্পেটগুলি জুড়ে একটি বড় কার্পেটে দাঁড় করানো হয়। সংস্থার তরফে রাজ্যসভার জন্য যে কার্পেটটি বানানো হয়, তাতে লাল আভা ছিল। ময়ুরপুচ্ছের রঙের আদল মাথায় রেখেই করা হয়েছিল এটি। সামঞ্জস্য রাখতে লোকসভার কার্পেটের রং সবুজ করা হয়েছে। তবে কার্পেটের পাশাপাশি অন্দরসজ্জার জন্য অন্যান্য উপকরণগুলিও সারা দেশবাসীর নজর কেড়েছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup