President on New Parliament Inauguration: ‘প্রধানমন্ত্রী সংসদের আস্থার প্রতীক’, উদ্বোধন বিতর্কের মাঝে বার্তা রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি কেন নয়? কেন প্রধানমন্ত্রী? নয়া সংসদ ভবন উদ্বোধন নিয়ে উঠেছিল প্রশ্ন। তৈরি হয়েছিল বিতর্ক। এর জেরে অনুষ্ঠান বয়কট করে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ২০টি বিরোধী দল। এরই মধ্যে বিবৃতি দিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানের প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে একটি বার্তায় তিনি লেখেন, ‘আমি খুশি যে প্রধানমন্ত্রী নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছেন। তিনিই সংসদের আস্থার প্রতীক।’ তাঁর কথায়, ‘আমাদের সংবিধান যাঁরা তৈরি করেছিলেন, তাঁরা এটাই কল্পনা যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সদস্যদের আইনি বিবেক-বিবেচনা দিয়ে প্রতিষ্ঠিত হবে এই দেশ।’

উল্লেখ্য, রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ ভবন উদ্বোধন না করানোর প্রতিবাদে গতকাল ২০টি রাজনৈতিক দল সেই অনুষ্ঠান বয়কট করে। বিরোধীদের অভিযোগ, রাষ্ট্রপতির পদকে অসম্মান করেছে শাসকদল। সংবিধানের আত্মার ওপর আঘাত এটা। তবে সেই বিতর্কের মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘নয়া সংসদ ভবনের উদ্বোধনের ঘটনাটি গোটা দেশের জন্য গর্বের ও আনন্দের বিষয়।’ হিন্দিতে লেখা তাঁর বার্তায় আরও বলা হয়েছে, ‘বহু রূপান্তরমূলক পরীক্ষা-নিরীক্ষার সাক্ষী থেকেছে এই সংসদ। এটা কোটি কোটি ভারতীয়দের জীবন বদলে দিয়েছে। দেশের সমষ্টিগত চেতনায় একটি বিশেষ স্থান রয়েছে সংসদের। এটি গণতান্ত্রিক ঐতিহ্যের বাতিঘর। আজাদি কা অমৃতকালের সময় একটি নতুন সংসদ ভবনের উদ্বোধন দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণে আমাদের অঙ্গীকারের প্রমাণ এই নয়া সংসদ ভবন।’

এর আগে গতকাল নয়া সংসদ ভবন উদ্বোধনের পর লোকসভায় বক্তৃতা রাখার সময় মোদী বলেন, ‘স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব পালন করছি আমরা। এই অমৃতকালে ভারতের জনগণ দেশের গণতন্ত্রকে এই সংসদ ভবন উপহার দিয়েছেন। স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হবে এই নতুন সংসদ ভবন।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বেশ কয়েক বছরের বিদেশি শাসন আমাদের থেকে আমাদের গর্ব কেড়ে নিয়েছিল। আজ ভারত সেই ঔপনিবেশিক মানসিকতাকে পেছনে ফেলে এসেছে।’ তাঁর কথায়, ‘পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন পর্যন্ত, আমাদের দেশ এবং এর জনগণের উন্নয়নই আমাদের অনুপ্রেরণা। আজ এই নতুন সংসদের নির্মাণে আমরা গর্বিত। আবার গত ৯ বছরে দেশের ৪ কোটি দরিদ্র মানুষের জন্য বাড়ি এবং ১১ কোটি টয়লেট নির্মাণের কথা ভাবলেও আমি অপরিসীম তৃপ্তি পাই।’ এদিকে নয়া সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে মোদী আজ বলেন, ‘নতুন সংসদের প্রয়োজন ছিল। আগামী সময়ে সাংসদদের সংখ্যা বাড়বে। সেটাও দেখতে হবে আমাদের। সেজন্য এখনই নতুন সংসদ তৈরি করতে হত।’