Viral video: বড়রাও ভয় পায়! আট বছরের একরত্তি করে দেখাল সেটাই,ভাইরাল ভিডিয়ো ভাসল প্রশংসায়

বয়স মাত্র আট বছর। কিন্তু হলে কী হবে। মনের ভিতর যেন আগুনের মতো জ্বলছে উদ্যম। একরত্তি দেখতে বলে তাকে যদি কেউ একরত্তি ভেবে বসে, তাহলে বড় ভুল করবে। কারণ আট বছরের এই ছোট্ট মেয়েটিই দুদিন আগে জয় করেছে নেটদুনিয়ার মন। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানেই দেখা যায় আট বছর বয়সি হরিয়ানার বাসিন্দা ছোট্ট আর্শিয়াকে। দেখা যায়, একটি ৬০ কেজির কেটলবেল অনায়াসে হাতে তুলে নিচ্ছে মেয়েটি। ভারোত্তলন অলিম্পিকসহ নানা খেলার একটি বিখ্যাত প্রতিযোগিতা। তাতেই এই বয়স থেকে হাত পাকাতে শুরু করে দিয়েছে আর্শিয়া।

(আরও পড়ুন: সপ্তাহের শুরুতেও কাজ করতে ক্লান্ত লাগছে? চাঙ্গা হয়ে উঠুন ৫ উপায়ে)

(আরও পড়ুন: বড় বিপদ! ডায়াবিটিস থাকতেও রোজ খান এই খাবার? আয়ুর্বেদ কেন নিষেধ করছে জানেন )

এই দিনের ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি ৬০ কেজির কেটলবেলকে সে ধীরে ধীরে হাতে তুলে নিল। এরপর কিছুক্ষণ সেটি হাতে ধরেও রাখে সে। নিজের থেকে প্রায় দুইগুণ ভারী ওজনকে এমন অনায়াসে হাতে ধরে রাখতে দেখে নেটদুনিয়া রীতিমতো তাজ্জব বনে গিয়েছে। শুধু তাই নয়, কিছুক্ষণ হাতে ধরে থাকার পরেও তার মুখে কোনও ক্লান্তির লক্ষণ ছিল না। দিব্যি ধীরে ধীরে কেটলবেলটাকে নামিয়ে রাখে সে। এরপর ক্লান্তি ছাড়া মুখেই এগিয়ে আসে ক্যামেরার দিকে। ছোট্ট একরত্তি মেয়ের শরীরের এমন ফিটনেস নেটিজেনদের অনেকেই রীতিমতো মুগ্ধ। তার উপর ক্যামেরায় ক্লান্তিহীন মুখ দেখে প্রশংসায় মেতে ওঠেন সবাই।

ভিডিয়োটি পোস্ট করার পর থেকে দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়। প্রচুর লাইক, কমেন্টে ভরে যেতে থাকে ভিডিয়োটি। বেশিরভাগ নেটিজনরাই কমেন্টে লাভ ইমোজি দিয়ে ভালোবাসা জানান একরত্তি আর্শিয়াকে। অনেকে আবার তার ভিতরে জ্বলতে থাকা আগুনটিরও প্রশংসা করেছেন। কমেন্টে আগুনের ইমোজি দিয়ে একরকম কুর্নিশ জানিয়েছেন আর্শিয়ার এই ক্ষমতাকে। এক নেটিজেন কমেন্টে লেখেন, ‘ওহ ভগবান, তোমার মধ্যে যা সাহস রয়েছে দেখছি তা আর কারও মধ্যেই দেখিনি।’ আরেকজনের কথায় ‘তুমি আজ যা করে দেখালে, তা অনেক প্রাপ্তবয়স্করাও করে দেখাতে পারে না।’ তবে আরেকজন আর্শিয়াকে দেশের গর্ব বলেন। তাঁর কথায়, ‘দেখে নিও, তোমার জন্য একদিন ভারত গর্ব করবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup