Bolpur: বোলপুরে দলেরই প্রাক্তন বিধায়ককে শুটিয়ে লাল করে দিলেন অনুব্রত অনুগামী ২ TMC কর্মী

অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর মারে কোমর ভাঙল দলেরই প্রাক্তন বিধায়কের। মঙ্গলবার বোলপুরের ঘটনা। মারের চোটে পায়ের হাড় যেখানে কোমরে জেড়ে সেই জোড় ভেঙে গিয়েছে প্রাক্তন বিধায়ক নরেশ বাউড়ি। বর্তমানে দুর্গাপুরে একটি হাসপাতালে ভর্তি তিনি। আগামীকাল তাঁর অস্ত্রোপচার হবে।

বোলপুর শহর তৃণমূলের সভাপতি নরেশবাবু। মঙ্গলবার সকালে তাঁর সঙ্গে মানস মণ্ডল নামে এক তৃণমূলকর্মীর বচসা বাঁধে। পেশায় ঠিকাদার মানসবাবুর ভারী ভারী ট্রাক পৌরসভার নালা পেরিয়ে যাওয়ার সময় নালাগুলি ভেঙে যাচ্ছে বলে অভিযোগ উঠছিল। ভারী ট্রাক সরু রাস্তায় ঢোকাতে বাধা দেন নরেশবাবু। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মানস। তিনি ও তাঁর দাদা তাপস মণ্ডল মিলে নরেশবাবুকে ব্যাপক মারধর করেন। মাটিতে ফেলে পেটানো হয় বলে অভিযোগ। মারের চোটে কোমরে চোট পান নরেশবাবু। এর পর হাসপাতালে নিয়ে গিয়ে রেডিওগ্রাম করলে কোমরের হাড় ভেঙেছে বলে ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরে।

এলাকায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত মানস ও তাপস। তাদের বিরুদ্ধে এখনো কোনও অভিযোগ দায়ের হয়নি। নরেশবাবু জানিয়েছেন, অস্ত্রোপচারটা হতে দিন, তার পর দেখছি।