China launches mission: চিনের উদ্যোগে মহাকাশে পাড়ি সাধারণ নাগরিকের! ২০৩০-এর আগেই আরও বড় পরিকল্পনা

আর শুধু মহাকাশচারীরা নন, এবার সাধারণ নাগরিকরাও পাড়ি দেবেন মহাকাশে। অন্তত তেমনটাই ব্যবস্থা করে ফেলল চিন। মঙ্গলবার চিনের তরফে তিনজন মহাকাশচারীকে তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠানো হয়। তবে শুধু তিনজনই নন, সঙ্গে ছিলেন সে দেশের একজন সাধারণ নাগরিক। এই দশকের শেষের দিকে এভাবেই মহাকাশে সাধারণ নাগরিকদের পাঠানোর আঁটঘাঁট বাঁধতে চলেছে চিন। জানা গিয়েছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশনও পাঠানো হতে পারে।

আরও পড়ুন: কুমড়োর বীজেই লুকিয়ে সঞ্জীবনী সুধা! এই রহস্য হয়তো অনেকেই জানেন না

আরও পড়ুন: একবারে অনেকটা করে খাবার খান? কী বিপদ ডেকে আনছেন জানেন

বিশ্বের অন্যান্য বড় দেশগুলির সঙ্গে তাল মেলাতে চিন মহাকাশ গবেষণাতেও ভালো মতো রাজকোষ বরাদ্দ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সমানে সমানে টক্কর দিতে তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে চিনের সরকার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ইতিমধ্যেই এই ক্ষেত্রে বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ শেনঝৌউ-১৬ মহাকাশচারীরা ২এফ রকেটের সাহায্যে পাড়ি দেন মহাকাশে। উত্তর পশ্চিম চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি দেয়  এই মহাকাশযান। এএফপি-এর সাংবাদিকদের তরফে এটি নিশ্চিত করা হয়। জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারের কর্তৃপক্ষ জোউ লিপেঙ বলেন, এই দিনের রকেট উৎক্ষেপণ একেবারে সফল ছিল। একইসঙ্গে জানান, রকেটে থাকা মহাকাশচারীরাও উৎক্ষেপণের পর একেবারে সুস্থ রয়েছেন। এই দিন দেখা যায় রকেট উৎক্ষেপণের সঙ্গে জড়িত বিজ্ঞানী ও কর্মীরাও বেশ খুশি। সারা বছর জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারেই যাদের দিন কেটে যায়, তাদের এই দিন রকেটের সঙ্গে সেলফিও তুলতে দেখা যায়।

মঙ্গলবার সকালে এই রকেট উৎক্ষেপণ যেন রীতিমতো উৎসব ছিল। এই দিন সেখানে ছোট শিশুদেরও খেলতে দেখা যায়। তাদের কয়েকজনের হাতে ছিল চিনের জাতীয় পতাকা। বাবা মায়ের কাঁধে বসেই এই দিন রকেট উৎক্ষেপণ দেখে তাঁরা। উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে হাত নেড়ে অভিবাদনও জানান অনেকে। সব মিলিয়ে এই দিন বেশ খুশির মেজাজেই ছিল জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার ও সেখানে উপস্থিত দর্শকরা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup