যন্তরমন্তরে কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদ, এবার পথে মমতা

কলকাতা : গতকালই ঘোষণা করেছিলেন। সেইমতো এবার যন্তরমন্তরে কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ABP Ananda – Live TV

কুস্তি ফেডারেশনের কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে টানা বিক্ষোভ চলছে। দিল্লিতে টানা বিক্ষোভ কুস্তিগিরদের। রেহাই মেলেনি পুলিশি হেনস্থার হাত থেকেও। প্রতিবাদে গতকাল হরিদ্বারে পদক বিসর্জন দিতে যান কুস্তিগিররা। কুস্তিগিরদের হয়ে বিচার চেয়ে এবার পথে মমতা বন্দ্যোপাধ্যায় । ক্রীড়াবিদদের নিয়ে হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে মমতা। ‘We Want Justice’-এর প্ল্যাকার্ড হাতে মিছিলে যোগ দেন মমতা। 

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই কুস্তিগীরদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বর। ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ ৩ কুস্তিগীর এবং ১০৯ জন আন্দোলনকারীদের আটক করে দিল্লি পুলিশ। পরে মহিলাদের ছেড়ে দেওয়া হয়। আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীরদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশকে নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। খালি করে দেওয়া হয়েছে যন্তর মন্তর চত্বর। আন্দোলনকারী কুস্তিগীরদের সেখানে আর ধর্নায় বসতে দেওয়া হবে না বলেও পুলিশ জানিয়ে দিয়েছে। যন্তর মন্তরের এই ঘটনায় কুস্তিগীরদের সমর্থন জানিয়ে আগেই নিন্দায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন, প্রিয়ঙ্কা গান্ধী-সহ বাম নেতারা।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে যৌন হেনস্থার অভিযোগে ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলনে নামেন অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিক, বজরং পুনিয়া, এশিয়ান গেমসে স্বর্ণ পদকজয়ী ভিনেশ ফোগতরা। তাঁদের অভিযোগ, WFI প্রধান একাধিক মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থা করেছেন।

ঘটনায় নাটকীয় পটপরিবর্তন দেখা যায় গতকাল। যখন পদকজয়ী তথা আন্দোলনকারী কুস্তিগিররা হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক ভাসিয়ে দিতে যান। কারণ, অভিযুক্ত ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও, কৃষক নেতা নরেশ টিকায়েত এবং অন্য কৃষক নেতাদের কথায় তাঁরা সেই কাজ থেকে বিরত থাকেন। তাঁরা কুস্তিগিরদের কাছে সমস্যার সুরাহার জন্য পাঁচ দিন সময় চেয়ে নেন। এই পরিস্থিতিতে কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়ে গতকালই মমতার বলেছিলেন, “দেশের জন্যেই তো মেডেল জিতেছেন।” তিনি হাজরা থেকে মিছিল করার কথাও জানান।

আরও পড়ুন ; “আমার বিরুদ্ধে একটাও অভিযোগ প্রমাণিত হলে, ফাঁসিতে ঝুলে যাব”, চাপের মুখে চ্যালেঞ্জ WFI প্রধানের