BJP On RaGa Speech: ‘রাহুল বিদেশ গেলে ভারতকে অপমান করেন’, এবার অনুরাগের নিশানায় কংগ্রেস নেতা

আরও একবার বিদেশের মাটিতে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে। লন্ডনের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। সেখানে রাহুল গান্ধীকে মোদীকে তোপ দেগে বক্তব্য রাখেন। আর সেই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা তোপ দেগেছে বিজেপি। বিজেপির তরফে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দাবি, কংগ্রেস এই বিষয়টি মানতেই পারছে না যে, বিশ্ব জুড়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা উঠে আসছে। সান ফ্রান্সিসকোতে রাহুল গান্ধীর দেওয়া ভাষণকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বলা হয়, আশির দশকে দলিতদের ওপর অত্যাচার হয়েছে। সেই সময় দেশে কংগ্রেসের সরকার ছিল। কংগ্রেস দাসত্বের রাজনীতি করেছে। আমরা আমাদের সংস্কৃতির গর্ব করি। রাহুল গান্ধী বিদেশে গিয়ে অপমান করেন ভারতকে, ভারতীয়দের ও ভারতীয়তাকে।’ একই সঙ্গে নিজের ক্ষোভ জাহির করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘সব বিদেশ সফরে রাহুল গান্ধী ভারতকে অপমান করেন। প্রধানমন্ত্রী মোদীও সদ্য বিশ্বের ২৪ জন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৫০ টিরও বেশি বৈঠক করেছেন। যেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মোদীকে ‘পিএম মোদী দ্য বস’ বলে সম্বোধন করেছেন। রাহুল গান্ধীর এসব হজম হচ্ছে না।’

এদিকে, রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে গর্জে ওঠেন মুখতার আব্বাস নকভি। তিনি বলেন, ‘ভারত গণতন্ত্র না হলে, কোনও নেতা কি দেশের বাইরে যেতে পারতেন আর সেখানে গিয়ে কি দেশের নির্বাচিত সরকারের সমালোচনা করতে পারতেন?’

এদিকে, রাহুল গান্ধীর যে মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা চলছে বিজেপির তরফে, তা উঠে এসেছে সান ফ্রান্সিসকোর এক সভায়। সেখানে রাহুল বলেন, ‘যদি রাগ, বিদ্বেষ, অহংকারে বিশ্বাস করেন, তাহলে আপনি কোনও বিজেপির বৈঠকে রয়েছেন।’ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সিলিকনভ্যালি ক্যাম্পাসের ভাষণে রাহুল বলেন, ভারতে ‘কোনও না কোনোভাবে রাজনৈতিকভাবে কাজ করা বেশ কঠিন হয়ে পড়েছে। আর সেই কারণেই আমরা ভারতের দক্ষিণ প্রান্ত থেকে শ্রীনগর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ তিনি বলেন, ‘বিজেপি মানুষকে হুমকি দিচ্ছে আর সরকারি এজেন্সিগুলিকে ভুলভাবে ব্যবহার করছে।’ রাহুল অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদী সরকার দেশের বেকারত্ব, মুদ্রাস্ফিতী, পড়তে থাকা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু করতে পারছেন না বলে, কিছু ‘রাজদণ্ড’ সম কাজ করছেন, উদ্বোধন করছেন সংসদভবন। এমনই দাবি রাহুলের।