Chief Minister Mamata Banerjee attending a rally in support of the protesting wrestlers in Jantar Mantar

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবাদ করে আর লাভ হচ্ছে না। সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো দেশের প্রথমসারির কুস্তিগীরদের আন্দোলন (Wrestlers Protest) বড় আকার ধারণ করলেও সাড়া দিচ্ছে না প্রশাসন। যৌন হেনস্তার অভিযুক্ত সংস্থার সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে দিল্লি পুলিস (Delhi Police) এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এমন প্রেক্ষাপটে ফের একবার কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee)। কুস্তিগীরদের ন‍্যায় বিচারের দাবি নিয়ে তাঁর সঙ্গে পথে নামলেন ক্রীড়া জগতের ব‍্যক্তিত্বরা। 

রবীন্দ্র সদনে মিছিল শেষ করে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, “আমাদের দেশের কুস্তিগীররা অসহায়। তাদের উপর অনেক অত‍্যাচার হয়েছে। এক মাসের বেশি ন‍্যায় বিচার চাইছে। আসল দোষীর এখনও শাস্তি হচ্ছে না। বিজপি সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। কুস্তিগীরদের উপর যে অন‍্যায় হয়েছে তার বিচার চাই।”  

তিনি ফের যোগ করেন, “নিজেরা পরিশ্রম করে পদক জিতেছেন কুস্তিগীররা। সেই পদক নিয়ে কী করবেন সেটা তাঁদের সিদ্ধান্ত। তবে যেভাবে রাস্তায় ফেলে তাঁদের মারধর করা হয়েছে, হেনস্তা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি। আমরা সবসময়ে কুস্তিগীরদের পাশে আছি, শেষ পর্যন্ত থাকব তাঁদের পাশে।” তারপরেই কুস্তিগীরদের সমর্থন জানাতে মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: Wrestlers Protest And Vijender Singh: সাক্ষী-ভিনেশদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেন্দর সিং

আরও পড়ুন:  Brij Bhushan Sharan Singh VS Wrestlers Protest: ‘অভিযোগ প্রমাণিত হলে ফাঁসিতে ঝুলে যাব!’, বড় মন্তব্য করে দিলেন বিতর্কিত ব্রিজভূষণ

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বুধবার বিশাল মিছিলে যোগ দেন বাংলার স্বনামধন্য ক্রীড়াবিদরা। সেখানে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ও ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো, বিদেশ বসু সকলেই ছিলেন বুধবারের মিছিলে। মহিলাদের মধ্যে প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারও মিছিলে অংশ নেন।

মিছিলের শেষে আবারও কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হেনস্তার শিকার হয়ে বিচার চেয়েছেন দেশের পদকজয়ী কুস্তিগীররা। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না বিজেপি সরকার, কারণ তিনি বিজেপি সাংসদ। তবে আগামীদিনেও কুস্তিগীরদের পাশে থাকব আমরা। একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তাই বৃহস্পতিবার গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি নিয়ে অধিবেশনে বসবেন বাংলার ক্রীড়াবিদরা।”   

প্রতিবাদের মিছিলে হাঁটার  মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলছিলেন, “কুস্তিগীরদের নিয়ে যা ঘটছে তা অত‍্যন্ত লজ্জার। আজ তাদের পাশে থাকার বার্তা দিতেই বাংলার ক্রীড়া জগত এক হয়ে পথে নেমেছে। এটা একটা অরাজনৈতিক প্রতিবাদ। দেশের ক্রীড়া জগতের উচিত কুস্তিগীরদের পাশে থাকা।” 

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “যারা পদক জিতে দেশকে সম্মানিত করেছেন তাঁদের যে ভাবে নিগ্রহ করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। আজ বাংলার ক্রীড়া জগত পথে নেমেছেন। ক্রীড়াপ্রেমী মুখ‍্যমন্ত্রী পথে নেমেছেন। আশাকরি গোটা দেশের ক্রীড়া জগৎ গর্জে উঠবে।” 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)