আজ শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে ২০ কিলোমিটার পদযাত্রা অভিষেকের, নজরে নন্দীগ্রাম

রাজ্য–রাজনীতিতে অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম। সেখানে আজ, বৃহস্পতিবার বাংলার রাজনীতির যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে। হলদি নদী পারের এই জনপদ দিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি। দীর্ঘ ২০ কিলোমিটারের পদযাত্রা করবেন তিনি। তাই আজ নন্দীগ্রাম হয়ে উঠবে সকলের চর্চার বিষয়। এখান থেকেই বিজেপির বিরুদ্ধে অভিষেক গর্জে উঠবেন বলে সূত্রের খবর।

এদিকে পদযাত্রায় বিশাল জমায়েত করে মানুষের কাছে তুলে ধরা হবে নতুন বার্তা। অভিনব বৈচিত্র‌্যের মধ্যে নবজোয়ার আনাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। এখানেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নাটকীয় মোড় নিয়েছিল। গণনার দিন একবার ঘোষণা করা হয় জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর লোডশেডিং হয়ে যায়। আবার গণনা হয়। তখন জয়ী ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীকে। এখন যিনি রাজ্যের বিরোধী দলনেতা। আর তার কেন্দ্রেই এই বিশাল পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আবার সংবাদ শিরোনামে আসছে নন্দীগ্রাম।

অন্যদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রচার পর্বে তাঁকে পায়ে চোট পেতে হয়।‌ ভাঙা পায়ে হুইলচেয়ারে বসে প্রচার করে ‘খেলা হবে’ স্লোগান বাংলা জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। এই নন্দীগ্রামে সামান্য ভোটে পরাজিত হন তিনি। তবে গণনা নিয়ে এখন মামলা চলছে। কারণ তবে নন্দীগ্রামে ভোট গণনা কেন্দ্রে বিজেপি কারসাজি করেছিল বলে অভিযোগ উঠেছে। তাই নন্দীগ্রামের ফলাফল সংক্রান্ত মামলা বিচারাধীন।

আর কী জানা যাচ্ছে?‌ নন্দীগ্রামে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড–শো। চণ্ডীপুর ক্রিকেট গ্রাউন্ড থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা হবে। দীর্ঘ কুড়ি কিলোমিটার এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার মোড়ে মোড়ে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। জেনে নেবেন তাঁদের সমস্যার কথা। এই দীর্ঘ পথ পুরোটাই হেঁটে যাবেন ডায়মন্ডহারবারের সাংসদ। পদযাত্রার মধ্যেই জনসংযোগ সারবেন অভিষেক। ধর্মীয় স্থান পরিদর্শন, স্থানীয় দোকানদার এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা, চা খাওয়ার পর্ব সবটাই থাকছে। নন্দীগ্রাম আন্দোলনকারী শহিদ পরিবারের সঙ্গেও কথা বলবেন অভিষেক। আজ প্রথমবার ২০ কিলোমিটার পুরোটাই হেঁটে জনসংযোগ সেরে নন্দীগ্রাম থেকে বাংলার রাজনীতিতে নয়া মাইলস্টোন তৈরি করার সংকল্প নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup