তারাপীঠে পুজো দিতে গিয়ে ফেরা হল একসঙ্গে বাড়ি, মৃত স্ত্রী, আহত স্বামী

মর্মান্তিক পথ দুর্ঘটনা। তারাপীঠে পুজো দিতে গিয়ে আর একসঙ্গে বাড়ি ফেরা হল না দম্পতির। পথ দুর্ঘটনার কবলে পড়ে ওই দম্পতি। তারমধ্যে মৃত্যু হয় স্ত্রীর। গুরুতর আহত হয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। পুজো দিয়ে বাড়ি ফেরার সময় এই পথ দুর্ঘটনা ঘটে। আহত স্বামীর নাম মহানন্দ হাজরা (৫২) এবং মৃতার নাম লিপিকা হাজরা (৪২)। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি পোলবার সুগন্ধা পঞ্চায়েতের গটু গ্রামের বাসিন্দা। বুধবার তারাপীঠের মন্দিরের পুজো দিতে যান ওই দম্পতি। দুপুর ১২ টা নাগাদ তারাপীঠে পৌঁছে তাঁরা পুজো দেন। এরপর খাওয়া-দাওয়া সেরে সেখানে কিছুটা সময় কাটান হাজরা দম্পতি। তারপর সেখান থেকে বাইকে করে রওনা দেন। তবে তারাপীঠ থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামে। ফলে তাঁরা একটি জায়গায় দাঁড়িয়ে পড়েন। বৃষ্টি থামার পর আবার বাড়ির উদ্দেশ্যে বাইকে করে রওনা দেন দম্পতি। শক্তিগড়ে আবার তাঁরা বাইক দাঁড় করিয়ে চা খান। এরপর ল্যাংচাও কেনেন। তারপরেই ঘটে বিপত্তি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে ওঠা মাত্রই পিছন থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা মারে। ঘটনায় দুজনে বাইক থেকে ছিটকে পড়েন। তখনই লিপিকাকে পিষে দেয় ট্রাক। অন্যদিকে, মহানন্দ হাজরাও গুরুতর চোট পান। দুজনকেই উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা লিপিকা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে, খবর দেওয়া হয় পরিবারে। তারা খবর পেয়ে শক্তিগড়ে পৌঁছন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিপিকা গান করতেন। তাঁর স্বামীও গান করেন। তাদের এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। মেয়েকে তাঁরা গান শিখিয়েছেন। তাঁকে গায়িকা বানানোর ইচ্ছা ছিল। তারই মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup