বিনামূল্যে আধারে বদল থেকে বেশি EPS পেনশন পাওয়ার প্রক্রিয়া, জুনেই করতে হবে এই ৪টি কাজ

টাকা সংক্রান্ত ৪টি ‘ডেডলাইন’। এই ৪টি সময়সীমা প্রত্যেকের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। কী কী ডেডলাইনের কথা বলা হচ্ছে? সেই হদিশই পাবেন এই প্রতিবেদনে। আগামী মাসেই প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা শেষ হচ্ছে। অর্থাত্, আধারের সঙ্গে আপনার প্যান কার্ড এই সময়ের মধ্যেই লিঙ্ক করতে হবে। আর সেটা না করলেন প্যান আগামী মাস থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে। আরও বেশ কিছু আর্থিক সংক্রান্ত কাজ রয়েছে। উচ্চতর ইপিএস পেনশন, বিনামূল্যে আধার আপডেট ইত্যাদি বেশ কিছু কাজ জুন মাসেই সম্পন্ন করতে হবে।

আর সেই কারণেই এই ৪টি আর্থিক সময়সীমার বিষয়ে জানতে পারবেন এই প্রতিবেদনে। জুন ২০২৩-এর মধ্যেই এগুলি সম্পন্ন করতে হবে।

আধার-প্যান লিঙ্ক করার সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। আয়কর বিভাগ আপাতত ৩০ জুন ২০২৩ পর্যন্ত নতুন সময়সীমা নির্ধারণ করেছে। করদাতাদের আরও কিছুটা সময় দেওয়া হচ্ছে। প্যান এবং আধার লিঙ্ক করার শেষ তারিখ এটি। ৩০ জুন ২০২৩ পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে CBDT।

কর্মীদের ভবিষ্যত তহবিল সংস্থা (EPFO)-র অধীনে উচ্চতর পেনশন বেছে নেওয়ার জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার EPFO-র​সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে যদি উচ্চতর পেনশনের অপশন বেছে নিতে চান, সেক্ষেত্রে আগামী ২৬ জুন ২০২৩ পর্যন্ত সময় পাবেন।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আগামী ১৪ জুন ২০২৩ পর্যন্ত বিনামূল্যে আধার নথি অনলাইন আপডেটের সুযোগ দেবে। সাধারণত, আধার ডিটেইলস আপডেট করতে ৫০ টাকা ফি দিতে হয়। তবে, ১৪ জুন পর্যন্ত, UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জনসংখ্যার বিবরণ আপডেট করতে কোনও ফি দিতে হবে না।

এক্ষেত্রে লক্ষণীয়, এই পরিষেবাটি শুধুমাত্র myAadhaar পোর্টালেই ‘ফ্রি’। আধার কেন্দ্রে আগের মতোই ৫০ টাকা ফি দিতে হবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কের লকার চুক্তিগুলির রিনিউয়ালের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক ৩০ এপ্রিলের মধ্যে সমস্ত ব্যাঙ্ক গ্রাহকদের এই কাজ করতে নির্দেশ দিয়েছে। গ্রাহকদের যথাক্রমে ৩০ জুন থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এই সংশোধিত চুক্তিতে সই করতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-ও গ্রাহকদের এই সংশোধিত নথিতে স্বাক্ষর করার জন্য অনুরোধ করছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup