Asia Cup 2023 Could Be Held Without Pakistan Cricket Team PBC Report

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন ঘিরে ডামাডোল চলছেই। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ আয়োজন ঘিরে একাধিক পরামর্শ, জল্পনা, রিপোর্ট সামনে এলেও না টুর্নামেন্টের দিনক্ষণ নির্ধারিত হয়েছে, না টুর্নামেন্টের আয়োজক দেশ নির্ধারিত হয়েছে। এ বছরের এশিয়া কাপ প্রাথমিকভাবে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে ভারতীয় দলকে পড়শি দেশে খেলতে পাঠাতে আগ্রহী নয় বিসিসিআই। শোনা যাচ্ছিল ‘হাইব্রিড মডেল’-এ আয়োজিত হতে পারে এই টুর্নামেন্ট।

ABP Ananda – Live TV

তবে সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী পাকিস্তান (Pakistan Cricket Team) নাকি এশিয়া কাপে অংশগ্রহণ না ও করতে পারে। খবর অনুযায়ী পাকিস্তান বাদে এশিয়া ক্রিকেট কাউন্সির সদস্য বাকি সব দলই এশিয়া কাপ খেলতে আগ্রহী। তবে ‘হাইব্রিড মডেল’ ব্যতীত পাকিস্তান এশিয়া কাপ খেলতে পাকিস্তান আগ্রহী নয়। এই মডেল অনুযায়ী ভারতীয় দল পাকিস্তানে টুর্নামেন্টের কোনও ম্যাচ খেলবে না, বরং তাঁদের ম্যাচ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহির মতো নিরপেক্ষ কোনও দেশের মাঠে। তবে ভারতীয় বোর্ড অত্যাধিক গরমে মরুদেশে ম্যাচ খেলতে আগ্রহী নয়। বরং, আরেক রিপোর্টে দাবি করা হয়েছে বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান জয় শাহ ইতিমধ্যেই বাকি দলের বোর্ডগুলিকে শ্রীলঙ্কায় এশিয়া কাপের ম্যাচ খেলার জন্য রাজি করাতে সক্ষম হয়েছেন।

শোনা যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আসন্ন বৈঠকে পাকিস্তান বোর্ডকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে যে তাঁরা বাদে সকল বোর্ডই শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে রাজি। এর ফলে পাকিস্তানকে হয় এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া বিকল্প বলতে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো। মনে করা হচ্ছে টুর্নামেন্ট থেকে পাক বোর্ড নাম প্রত্যাখ্যান করে নিতে পারে। সেক্ষেত্রে তাঁদের আসন্ন বিশ্বকাপে ভারতে খেলতে আসা নিয়েও প্রবল জল্পনা তৈরি হবে। সম্প্রতি পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে আলাপ আলোচনা করতেই আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও সিইও জিওফ অ্যালেডাইস লাহোরে হাজির হয়েছিলেন। আজ পিসিবির তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তিতেই এই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে এবং কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়ে সবিস্তারে জানা যেতে পারে। মোটের ওপর এশিয়া কাপ নিয়ে যে জট সহজেই কাটছে না, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?