Firhad Hakim: দায়িত্বে মমতা, পঞ্চায়েতে সব আসন চাই! বোলপুরে বার্তা ববির, সন্ত্রাস শঙ্কায় বিরোধীরা

মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলার দায়িত্ব নিয়েছেন সেখানে পঞ্চায়ত নির্বাচনে ১০০ শতাংশ আসন জিততে হবে। রবিবার বোলপুরে তৃণমূলের জেলা কমিটির বৈঠকে এই বার্তাই দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এর আগে নবজোয়ার যাত্রায় এসে পঞ্চায়েতে সব আসন জেতার ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ফিরহাদের গলায় শোনা গেল সেই একই সুর।

বোলপুরে পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন ফিরহাদ। এদিন তিনি প্রথমে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক করেন। তার পর তিনি জেলা কমিটির বৈঠকে যোগ দেন। সেখানেই জেলার নেতাদের উদ্দেশে এই বার্তা দেন পুরমন্ত্রী। তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে জেলায় ১০০ শতাংশ রেজান্ট করতে হবে। জেলা সভাপতি নেই। আমি বা আমরা যদি জেলার দায়িত্বে থাকতাম তবে ৮০ শতাংশ ফল হলেও কোনও সমস্যা ছিল না। কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে সেখানে ১০০ শতাংশ পেতেই হবে।’

তবে বিরোধীরা পুরমন্ত্রীর এই বক্তব্য সমালোচনায় সরব হয়েছেন। তাঁদের বক্তব্য। জেলা থাকলে অনুব্রত যা করতে সেটাই করার জন্য বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। অর্থাৎ বিরোধী শূন্য ভোট করতে চান পুরমন্ত্রী।

বিজেপির বোলপুর জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, ‘উনি ১০০ শতাংশ আসন জেতার কথা বলছেন মানে বিরোধীদের দাঁড়াতে দেওয়া হবে না।’ অন্য দিকে সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষের বলেন,’এতদিন যে পদ্ধতি ওঁরা ভোট করাতে অভ্যস্ত সেই পদ্ধতিতে ভোট করার কথা ভাবছেন। কিন্তু ২০২৩-এ সেটা সম্ভব নয়।’ (পড়তে পারেন। ‘‌বোমা–কার্তুজ বের করছে কে?’‌, পরোক্ষে বিজেপির দিকে প্রশ্ন ছুঁড়লেন ফিরহাদ‌) 

তবে বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসকদল। সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলে,’সন্ত্রাস নয় আর ভোটে জিতব মানুষের মন জয় করে। সেই কথাই উনি বলতে চেয়েছেন।’ (পড়তে পারেন। ‘‌বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না’‌, অভিষেককে হুমকি দিলীপের)