Khoirashol: তৃণমূল নেতাকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ, গ্রেফতার তৃণমূল নেতা

বিরোধী দলের কোনও নেতাকর্মী নয়, তৃণমূল নেতাদের সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফাতর হলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। রজীব পান নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে বীরভূমের খয়রাশোল থানার পুলিশ। গত সোমবার তিনি দলের ব্লক সভাপতিসহ একাধিক তৃণমূল নেতাকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ করেছিলেন বলে অভিযোগ।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজীববাবু। তাতে তিনি লেখেন, ‘গায়েন, অধিকারী, সাহা, মুখার্জি, বেইমানি ধীবর, আপনারা সাবধানে থাকুন। সময় ভাল নেই। প্রসঙ্গ – দলের স্বার্থে’।

খয়রাশোলে তৃণমূলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীর দাবি তাঁকে ও তাঁর অনুগমীদের উদ্দেশ করে এই পোস্ট করেছেন রাজীব পান। রাজীববাবুর পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ।

কাঞ্চনবাবু বলেন, রাজনৈতিক বিরোধ থাকতেই পারে। কিন্তু পদবি ধরে ব্যক্তিগত আক্রমণ করবে কেন? ও যে সব পদবির উল্লেখ করেছে তাতে স্পষ্ট আমাকে ও আমার অনুগামীমেরই আক্রমণ করা হয়েছে। তাই পুলিশে অভিযোগ জানিয়েছি। আমাদের দল এই সব বিশৃঙ্খলা ও অসভ্যতাকে সমর্থন করে না।

কাঞ্চনবাবুর স্ত্রী তথা জেলা পরিষদ সদস্য আঁখি অধিকারী বলেন, রাজীব পান একজন দুষ্কৃতী। এই সব দুষ্কৃতীদের জন্যই খয়রাশোলের এত বদনাম। আমার স্বামী এদের দলের বৃত্তের বাইরে বার করে এলাকায় শান্তি ফেরাতে চাইছেন, তাই এত রাগ।

রাজীব পানের গ্রেফতারির দাবিতে খয়রাশোল থানার সামনে বিক্ষোভও দেখায় তৃণমূল। বিক্ষোভকারীদের দাবি, ‘রাজীব গোপনে বিজেপি করে। ভোটের সময় ও বিজেপির হয়ে কাজ করে। আর বাকি সময় দলের মধ্যে বিবাদ বাঁধিয়ে তৃণমূলকে দুর্বল করার কাজে লেগে থাকে।’