Mohammad Shami Flies To England For WTC Final 2023

মুম্বই: আর ঠিক দিন ছয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023)। ইংল্যান্ডের ওভালে খেতাবি লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতীয় দল (IND vs AUS)। গতবারের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এবার সেই হতাশা ঝেড়ে ফেলতে মরিয়া টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে রোহিত শর্মা, বিরাট কোহলি, উমেশ যাদবরা অনুশীলন শুরু করে দিয়েছেন। এবার বিলেতের উদ্দেশে রওনা দিলেন মহম্মদ শামিও (Mohammad Shami)।

ABP Ananda – Live TV

বিলেতে পাড়ি দিলেন শামি

সদ্যই আইপিএল শেষ হয়েছে। সেই আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন শামি। তাই বাকিদের থেকে খানিকটা পরেই বিলেত সফর করছেন তিনি। আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। ২৮টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে পার্পল ক্যাপ জেতেন শামি। ফর্ম্যাট ও বলের রং বদলালেও ভারতীয় দলের আশা করবেন শামি যেন নিজের ফর্ম ধরে রাখতে পারেন। ভারতের ম্যাচে ভাল পারফর্ম করতেও শামির ছন্দে থাকাটা জরুরি। ভারতকে জেতাতে মরিয়া হবেন শামিও।

সেই লক্ষ্যেই বিলেত রওনা দিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন শামি। সেইগুলিতে তাঁকে প্রথমে বিমানবন্দরে বসে থাকতে এবং পরে বিমানের ভিতরে বসে থাকতে দেখা যাচ্ছে। শামি এই পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘ব্রিটেনের সফরে যাচ্ছি। হাজার মাইল দূরত্ব অতিক্রম করার সফরের শুরুটা এক পা এগিয়েই হয়।’

 

অজিদের বিরুদ্ধে শামির রেকর্ড

বুমরা চোট সারিয়ে ধীরে ধীরে অনুশীলন শুরু করলেও, এখনও তিনি ম্যাচ ফিট নন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে নেই। তাঁর অনুপস্থিতিতে শামির ওপর সিনিয়র বোলার হিসাবে দায়িত্বটা আরও খানিকটা বেড়েই যায় বটে। অজিদের বিরুদ্ধে শামির রেকর্ড কিন্তু বেশ ভালই। ১১টি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামি মোট ৪০টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ৩১.২৮।শামির কেরিয়ারের সেরা পারফরম্যান্সটিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আসে। ২০১৮ সালে তিনি পারথে তিনি অজিদের বিরুদ্ধে ৫৬ রান খরচ করে ছয়টি উইকেট নিয়েছিলেন।  

ইংল্যান্ডে শামির পারফরম্যান্স খুব আহামরি না হলেও, গত ইংল্যান্ড সফরে তিনি ১১টি উইকেট নিয়েছিলেন। ওভালে একটিমাত্র ম্যাচ খেলে শামি মাত্র দু’টি উইকেট নিয়েছেন। ভারতীয় সমর্থকরা আশা করবেন পুরনো হতাশা পিছনে ফেলে তিনি আইপিএলের মতোই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও যেন বল হাতে আগুন ঝরান।

আরও পড়ুন: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?