Nandigram: অভিষেকের পদযাত্রার পথে ‘ভাইপো চোর’ দেওয়াল লিখন

অভিষেকের মেগা রোড শোর আগে নন্দীগ্রামের পথে ইতি – উতি নজরে পড়ল ‘ভাইপো চোর’ দেওয়াল লিখন। বৃহস্পতিবার অভিষেকের চণ্ডীপুরের তাঁবুর অদূরে মগরাজপুরে দেখা যায় দেওয়ালে লেখা ‘ভাইপো চোর’। কাঁচা হাতে স্প্রে পেন্ট দিয়ে তা লেখা হয়েছে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে ওই রাস্তা দিয়ে অভিষেকের পদযাত্রা এগোনর আগেই সাদা রং দিয়ে সেই দেওয়াল লিখন মুছে দেন তৃণমূল কর্মীরা।

বৃহস্পতিবার মেগা পদযাত্রায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম প্রায় ২০ কিলোমিটার পথ হাঁটেন তিনি। অভিষেকের পদযাত্রা শুরুর কিছুক্ষণ আগে মগরাজপুরে ১১২ বি জাতীয় সড়কের পাশে একটি দেওয়ালে দেখা যায় লেখা রয়েছে ‘ভাইপো চোর’। স্প্রে পেইন্ট দিয়ে খুব আনাড়ি হাতে যে তা লেখা হয়েছে, লেখা দেখেই তা বোঝা যাচ্ছে। অভিষেকের পদযাত্রা শুরুর আগে এই দেওয়াল লিখনে জেলার তৃণমূল নেতাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তারাই সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে দেওয়াল লিখনের ওপর রং করে দেন। ফলে বিড়ম্বনা বাড়েনি।

তৃণমূলের দাবি, এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। তারাই অভিষেকের যাত্রাপথে এই ধরণের দেওয়াল লিখন করিয়েছে। পালটা বিজেপির দাবি, বুধবার জোকা ইএসআই হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখে চোর চোর স্লোগান উঠেছিল। সেটা তো আর বিজেপি করায়নি। এদিনের ঘটনাতেও বিজেপি জড়িত নয়। পুলিশ দিয়ে জনরোষ আটকে রেখেছে তৃণমূল। মানুষ তাই প্রচ্ছন্নে থেকে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে।

এদিন অভিষেকের পদযাত্রায় ছিল চোখে পড়ার মতো পুলিশি নিরাপত্তা। মিছিলে হাঁটতে দেখা যায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে-কে।