Rahul Gandhi on Guru Nanak: ‘থাইল্যান্ডে গিয়েছিলেন গুরু নানক’, দাবি রাহুলের, পালটা তোপ বিজেপির

সম্প্রতি রাহুল গান্ধী মার্কিন মুলুকে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক থাইল্যান্ডে গিয়েছিলেন। কংগ্রেস নেতার এই মন্তব্য ঘিরে চরম বিতর্ক শুরু হয়েছে। এই আবহে বিজেপির শিখ নেতা মনজিন্দর সিং সিরসা তোপ দাগলেন রাহুলকে। বিজেপি নেতা রাহুলকে প্রশ্নবাণ ছুঁড়ে দিয়ে টুইট করেন সিরসা। তাতে তিনি লেখেন, ‘মূর্খতার নামে আমরা আর কতবার ক্ষমা করতে থাকব আপনাকে? আপনি কোথায় পড়েছেন যে গুরু নানক থাইল্যান্ডে গিয়েছিলেন? আপনার থেকে এটুকু কি আশা করা যায় যে অন্তত ধর্মের সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আপনি সংবেদনশীল বুদ্ধিমান ব্যক্তির মতো কথা বলবেন?’

উল্লেখ্য, আমেরিকায় একটি সভায় নিজের ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন রাহুল গান্ধী। সেই সময় তিনি গুরু নানকের প্রচার করা শিক্ষার উল্লেখ করেন। তখন রাহুল বলেন, ‘গুরু নানকজির তুলনায় আমরা কিছুই হাঁটিনি। আমি কোথাও একটা পড়েছিলাম যে গুরু নানকজি সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন। এরপর তিনি থাইল্যান্ডেও গিয়েছিলেন। তিনি শ্রীলঙ্কায় গিয়েছিলেন। তিনি আমার জন্মের কয়েক শতাব্দী আগে ভারত জোড়ো যাত্রা করেছিলেন। কর্ণাটকের বাসবআন্নাজিকে নিয়েও আমি একই কথা বলতে পারি। কেরলের নারায়ণগুরুজি এই ধরনের যাত্রা করেছেন। ভারতের প্রতি রাজ্যে এই ধরনে মহর্ষিরা আছেন। আদি শঙ্করাচার্যও ছিলেন। তিনি বলেছিলেন, সবার কথা শুনবে, সবাইকে সম্মান করবে।’

এদিকে রাহুলের এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির মুখপাত্র আরপি সিং। তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম যে দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির বা অমৃতসরের শিরোমণি প্রবন্ধক কমিটি এই নিয়ে কিছু একটা বলবে। তাঁর রাজনৈতিক যাত্রার সঙ্গে তিনি গুরু নানকের যাত্রার (উদাসী) তুলনা করছেন। গুরু নানক দেবজির সেই যাত্রী ছিল ধর্ম প্রচার এবং আধ্যাত্মিক জ্ঞান আহরণের উদ্দেশে। তবে আমাকে অবাক করে দিয়ে, কেউই রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিল না।’ এদিকে রাহুল গান্ধীর মন্তব্যের সমর্থনে আরএসএস-এর পত্রিকা ‘অর্গনাইজার’-এর একটি প্রতিবেদন সামনে এনেছেন কংগ্রেস নেতা পবন খেরা। সেখানে লেখা, নিজের তৃতীয় উদাসী বা যাত্রায় গুরু নানক থাইল্যান্ডে গিয়েছিলেন।