Sanjay Mishra: হেফাজতে কালীঘাটের কাকু, কলকাতায় পা দিলেন ইডির প্রধান সঞ্জয় মিশ্র

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় পৌছে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রধান সঞ্জয় মিশ্র। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পরে যখন একের পর এক বিস্ফোরক তথ্য় সামনে আসছে তখনই কলকাতায় এলেন ইডির প্রধান। এদিকে তিনি কলকাতার মাটিতে পা দেওয়ার পর থেকে নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে কি তদন্তে আরও গতি আনার জন্যই কলকাতায় চলে এলেন ইডির প্রধান? নাকি বড় কোনও অপারেশনের প্রস্তুতি নিচ্ছে ইডি? তবে এনিয়ে ইডির তরফে কিছু জানানো হয়নি। 

ইতিমধ্য়ে এনিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে কালীঘাটের কাকুর গ্রেফতারির সঙ্গে ইডির প্রধানের কলকাতায় আসার মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কি না তা নিয়ে ইডির তরফে কিছুই জানানো হয়নি। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রধান সঞ্জয় মিশ্রের কলকাতায় আগমনকে ঘিরে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। 

তবে এসবের মধ্য়েই সুজয়কৃষ্ণ সম্পর্কে একের পর এক তথ্য় ক্রমেই সামনে আসছে। কিছুদিন আগেও সংবাদ মাধ্যমের সামনে একেবারে অবলীলায় সব উড়িয়ে দিতেন যিনি সেই কালীঘাটের কাকুকে ঘিরে এখন আবর্তিত হচ্ছে তদন্ত। তদন্তের অভিমুখ কোন দিকে যাবে, আর কাকে গ্রেফতার করবে ইডি সবটাই যেন এখন নির্ভর করেছে কাকুর মুখ খোলার উপর। 

সূত্রের খবর, নামে বেনামে একাধিক কোম্পানির সঙ্গে জড়িয়ে ছিলেন কালীঘাটের কাকু। শাসকদলের একেবারে ওপর মহলে তার অবাধ যাতায়াত। কুন্তল ঘোষ থেকে পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য থেকে আর কোন নেতার সঙ্গে ওঠাবসা ছিল সেটাই জানার চেষ্টা করছে ইডি। 

তবে এসবের মধ্য়েই কলকাতায় এলেন ইডির ডিরেক্টর। তবে কি আরও বড় রাঘব বোয়ালের খোঁজ করছে ইডি? নাকি তার সম্পর্কে ইঙ্গিত মিলেছে? 

তবে বিরোধীরা ইতিমধ্য়েই সুর চড়াতে শুরু করেছেন। তাদের দাবি, এই দুর্নীতির মাথায় যিনি রয়েছেন তাকে খুঁজে বের করতে হবে। গ্রেফতার করতে হবে তাকেই। রাজ্যের বিরোধী দলগুলি এনিয়ে ইতিমধ্য়েই সুর চড়াতে শুরু করেছে।