‘‌পাঁচ রাজ্যের নির্বাচনে সবকটিতেই হারবে বিজেপি’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিষেক

রাজ্য–রাজনীতিতে অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম। সেখানে আজ, বৃহস্পতিবার বাংলার রাজনীতির যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। হলদি নদী পারের এই জনপদ দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি। দীর্ঘ ২০ কিলোমিটারের পদযাত্রা করছেন তিনি। এই আবহে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী পাঁচ রাজ্যের নির্বাচনের ফল নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে আজ, বৃহস্পতিবার একটি টুইট করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ভবিষ্যদ্বাণী করেন। আজ শুভেন্দু অধিকারীর ডেরায় পদযাত্রা করার আগেই এই টুইট করেছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, মোট ২৭টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে এই পদযাত্রা চলবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি চায়ের আড্ডা এবং জনসংযোগ সারবেন অভিষেক। দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে। তার আগে এই টুইট বেশ তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে এখানেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নাটকীয় মোড় নিয়েছিল। গণনার দিন একবার ঘোষণা করা হয় জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর লোডশেডিং হয়ে যায়। আবার গণনা হয়। তখন জয়ী ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীকে। এখন যিনি রাজ্যের বিরোধী দলনেতা। আর তার কেন্দ্রেই এই বিশাল পদযাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আবার সংবাদ শিরোনামে আসছে নন্দীগ্রাম। এখান থেকেই ডায়মন্ডহারবারের সাংসদ বড় কিছু ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর। তবে এখন এই টুইট নিয়েই চর্চা তুঙ্গে।

ঠিক কী ভবিষ্যদ্বাণী করেছেন অভিষেক?‌ সামনেই আছে পাঁচ রাজ্যের নির্বাচন। আর তা নিয়েই করেছেন ভবিষ্যদ্বাণী। টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে সবকটিতেই হারবে বিজেপি। মানুষ বুঝে গিয়েছে, বিজেপি সারা দেশে কী ভাবে সামাজিক–রাজনৈতিক ক্ষেত্র নষ্ট করছে। মানুষের ভালবাসায় বাংলায় জনসংযোগ যাত্রা, জনজোয়ারে পরিণত হয়েছে। মানুষের সমর্থনে আমি নিশ্চিত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল অসাধারণ ফল করবে।’‌ পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘‌রাজ্যের উন্নয়নের কথা বলুন। রাজ্যের পরিকাঠামো কীভাবে উন্নত করবেন সেকথা বলুন। বিজেপির কথা কেন বলছেন?’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup