3D printed temple: বিশ্বের প্রথম ‘থ্রিডি প্রিন্টেড’ মন্দির পেতে চলেছে দেশ! কোথায় হচ্ছে এমন নির্মাণ কাজ

বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মন্দির পেতে চলেছে তেলাঙ্গানা। ধীরে ধীরে এই মন্দির নির্মাণের পর্যায়ে যেতে শুরু করেছে। সিদ্দিপেটের বুরুগুপল্লিতে চারভিটা মিডওসে এই অদ্ভুত সুন্দর বাস্তুকার্য তৈরি হচ্ছে। এই নির্মাণ শৈলির নেপথ্যে রয়েছে সিম্পলি ফর্জ ক্রিয়েশনস ও আপসুজা ইনফ্রাটেক।

প্রায় ৩,৮০০ স্কোয়ারফিট এলাকার মধ্যে তৈরি হচ্ছে এই থ্রি ডি প্রিন্টেড মন্দির। তিনটি আলাদা আলাদা পর্বকে একসঙ্গে নিয়ে এই মন্দির গঠিত হতে চলেছে। এই মন্দিরে রয়েছে ৩ টি গর্ভগৃহ। এই তিন গর্ভগৃহে ৩টি ভিন্ন দেব দেবীর মূর্তি থাকছে। সেখানে চলবে পুজো। প্রথম গর্ভগৃহ চিহ্নিত করছে মোদককে। যে মোদক দেবতা গণেশের প্রতীক হিসাবে উঠে আসছে। এরপর থাকছে শিবালয়। এই গর্ভগৃহ দেবতা শিবের প্রতীক হিসাবে উঠে আসছে। উল্লেখ্য, হিন্দুশাস্ত্র অনুসারে যেকোনও বিঘ্নের হর্তা হচ্ছেন গণেশ, আর শিব হচ্ছেন দুষ্ট বিনাশের প্রতীক, সে জায়গা থেকে এই তিন গর্ভগৃহ বেশ প্রাসঙ্গিক। তৃতীয় গর্ভগৃহে থাকছে পদ্মফুলের প্রতীক। তৃতীয় গর্ভগৃহে থাকা পদ্মফুলের আদল দেবী পার্বতীর প্রতীক হিসাবে উঠে আসছে। আপসুজা ইনফ্রাটেকের প্রধান হরিকৃষ্ণ জিডিপল্লি একথা জানিয়েছেন। 

(আরও পড়ুন- পাঠ্যসূচিতে পর্যায় সারণি, গণতন্ত্র সম্পর্কিত অধ্যায়ে কোপ বিতর্কে কী জানাল NCERT?)

এই গোটা মন্দিরের ভাবনার নক্সার নেপথ্যে রয়েছেন অধ্যাপক কেভিএল সুব্রহ্মণ্যম। তিনি ও তাঁর গবেষণার টিম রয়েছে বর্তমানে হায়দরাবাদ আইআইটিতে। জানা যাচ্ছে, তাঁর ভাবনা প্রসূত এই গোটা থ্রিডি প্রিন্টিংয়ের নক্সা। সেখানে বাগানের মধ্যে একটি সেতু করার কথাও বলা হচ্ছে। জানা যাচ্ছে, এই মন্দিরের প্রজেক্ট খুব ধীর গতিতে এগিয়ে চলেছে। আপাতত গর্ভগৃহের মধ্যে মোদক ও শিবালয় তৈরি হয়ে গিয়েছে। আপাতত গোটা টিম ফোকাস করে রয়েছে বাকি একটি গর্ভগৃহ নির্মাণে। জানা যাচ্ছে, এই মন্দিরের থ্রিডি প্রিন্টিং নির্মাণে মোদক আকারের গর্ভগৃহের নক্সা নিয়ে বেশ কিছুটা চ্যালেঞ্জ সামনে এসেছিল। সামনে এসেছিল বহু জটিলতা। তবে সমস্ত সমস্যা কাটিয়ে তা সাফল্য পেয়েছে।  বহু জটিলতা সত্ত্বেও এই গর্ভগৃহ ১০ দিনের মাথায় তৈরি হতে শুরু করেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup