Arrest: বালি খাদানে ‘মেশিন’ নিয়ে তোলাবাজি, গ্রেফতার বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক

অস্ত্র নিয়ে বালিখাদানে তোলাবাজি ও টাকা না দেওয়ায় ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক। কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের আপ্তসহায়ক বিকাশ ঘড়ুইকে গ্রেফতার করেছে বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে চেয়ে পুলিশ। বিজেপির দাবি, বেআইনি বালিখাদান বন্ধ করতে তৎপর হওয়ায় তাঁকে ফাঁসিয়েছে তৃণমূল।

ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতি হামিদের অভিযোগ, বিকাশ ঘড়ুই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। সম্প্রতি সে হামিদের বালিখাদানে গিয়ে বিধায়কের নাম করে মোটা টাকা তোলা দাবি করে। তোলা দিতে অস্বীকার করায় খাদানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বালি তোলার যন্ত্র ও ট্রাকে ভাঙচুর চালান বিকাশ। ইন্দাস থানায় অভিযোগ জানালে পুলিশ বিকাশকে গ্রেফতার করে।

বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে চক্রান্ত করে বিকাশ ঘড়ুইকে গ্রেফতার করিয়েছে তৃণমূল। বিকাশবাবু বেআইনি বালি খাদানের প্রতিবাদ করেছিলেন। তাই তাঁকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। দল তাঁর সঙ্গে রয়েছে। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্বেশ্বর সিনহা বলেন, ‘বিকাশ আমাদের একনিষ্ঠ কর্মী। তবে উনি বিধায়কের আপ্তসহায়ক একথা ঠিক নয়। ওকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করে পুলিশ এই কাজ করেছে।’