Coromandel Accident LIVE: শুধু করমণ্ডল নয়, লাইনচ্যুত বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস

Coromandel Express Accident Live Updates: ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিকভাবে খবর, বালাসোর জেলার বাহানগা বাজারের কাছে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তার জেরে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। একাধিক বগি রীতিমতো দুমড়ে-মুচড়ে যায়। তার জেরে অনেকে আহত হয়েছেন। কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার লাইভ আপডেট দেখুন এখানে –

02 Jun 2023, 09:08:04 PM IST

হতাহতের খবর মিলছে ওড়িশা থেকে, জানালেন বাংলার মুখ্যসচিব

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী: বালাসোর থেকে যা খবর আসছে, তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। অনেকে আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। তবে আমি এখনও কিছু বলছি না। কারণ নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। নিশ্চিত না হয়ে কোনও কথা বললে অযথা আতঙ্ক তৈরি হতে পারে।

02 Jun 2023, 09:05:08 PM IST

ওড়িশায় যাচ্ছে ৫-৬ সদস্যের দল, জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শালিমার-করমণ্ডব এক্সপ্রেসের দুর্ঘটনার কথা জানতে পেরে হতবাক হয়ে গিয়েছে। যে ট্রেনে পশ্চিমবঙ্গের যাত্রীরাও ছিলেন। আজ সন্ধ্যায় বালাসোরের সঙ্গে মালগাড়ির সঙ্গে ধাক্কা হয়। আমাদের রাজ্যের কয়েকজন মানুষ আহত হয়েছেন। আমাদের মানুষের স্বার্থে ওড়িশা সরকার এবং দক্ষিণ-পূর্ব রেলের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। আমাদের এমার্জেন্সি নম্বরও চালু করে দেওয়া হয়েছে। সেগুলি হল – 03322143526, 03322535185। উদ্ধারকাজ, যাবতীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। ওড়িশা সরকার এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে যাবতীয় সাহায্য করতে পাঁচ-ছয় সদস্যের দল পাঠাচ্ছি। যারা উদ্ধারকাজে সাহায্য করবে। মুখ্যসচিব এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টির উপর নজরদারি চালাচ্ছি।’