Dinhata: দিনহাটায় দিনে – দুপুরে বাড়িুতে ঢুকে BJP নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

দিনে দুপুরে বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার কোচবিহারের দিনহাটার ঘটনা। নিহত প্রশান্ত রায় বসুনিয়া বিজেপির ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছে। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পালটা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন, নিহত যুবক আসলে একজন সমাজবিরোধী।

নিহত প্রশান্ত রায় বসুনিয়ার মা জানিয়েছেন, শুক্রবার দুপুরে বাড়িতেই ছিল ছেলে। হঠাৎ বাড়িতে কয়েকজন যুবক আসে। প্রশান্তকে লক্ষ্য করে গুলি চালায় তাদের একজন। গুলি লাগে প্রশান্তর মাথায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন যুবক। এর পর পুলিশে ফোন করেন তিনি। পুলিশকর্মীরা এসে প্রশান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পঞ্চায়েত ভোটের আগে দিনে দুপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় কোচবিহারের আইনশৃঙ্খলা নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, প্রশান্ত আমাদের দলের একনিষ্ঠ কর্মী ছিল। ওকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। আমরা সেখানে যাচ্ছি। তৃণমূলের এই ব্যক্তিহত্যার রাজনীতিকে তীব্র ধিক্কার জানাই।

পালটা মন্ত্রী উদয়ন গুহ বলেন, যে কোনও মৃত্যুই দুঃখের। প্রশান্ত একজন সমাজবিরোধী ছিল। ফলে ওর মৃত্যুর পিছনে সমাজবিরোধীদের কোনও কোন্দল রয়েছে কি না তাও খতিয়ে দেখতে হবে। এই ঘটনায় কোনও ভাবেই তৃণমূল জড়িত নয়।