Legendary Cricketer Sachin Tendulkar Buys Expensive Lamborghini Urus S, Know In Details

মুম্বই: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) গাড়ির গ্যারাজে যোগ হল নতুন এক অলঙ্কার। ল্যামবারগিনি উরুস এস কিনলেন মাস্টার ব্লাস্টার। যে গাড়ির দাম শুনলে চমকে উঠতে পারেন।

ABP Ananda – Live TV

৪ কোটি ১৮ লক্ষ টাকা! সচিন নিজে ভীষণ সাদামাটা জীবনযাপন করেন। তবে তাঁর বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে। যাঁর বেশ কয়েকটি উপহার পাওয়া। ম্যান অফ দ্য সিরিজ হিসাবেও বেশ কয়েকটি গাড়ি পুরস্কার পেয়েছিলেন সচিন। একটি পোরশে রয়েছে সচিনের। পোরশে ৯১১ টার্বো এস চালাতে দেখা গিয়েচিল সচিনকে। গাড়িতে সচিনকে স্পষ্টভাবে দেখা না গেলেও রেজিস্ট্রেশন নম্বরটি এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপের। যে সংস্থা সচিনের নিজস্ব। সেই গাড়িটির রেজিস্ট্রেশন সচিনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের নামে।

এছাড়াও সচিনের রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজের লি, বিএমডব্লিউ এক্স ফাইভ এম, বিএমডব্লিউ আই ৮, বিএমডব্লিউ ফাইভ সিরিজের গাড়ি। 

কুস্তিগীরদের হেনস্থার প্রতিবাদে তাঁকে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করতে দেখা যায়নি। দেননি কোনও বিবৃতিও। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) কেন এই পরিস্থিতিতে নীরব, তা নিয়ে প্রশ্ন তুলল যুব কংগ্রেস। শুধু তাই নয়, মুম্বইয়ে সচিনের বাড়ির সামনে বিশালাকার হোর্ডিংও লাগানো হল যুব কংগ্রেসের পক্ষ থেকে।

সেই হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘সচিন, আপনি ভারতরত্ন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ, কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু কুস্তির কোচদের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ উঠলেও আপনি চুপ কেন? বছরের পর বছর ধরে এই কোচদের বিরুদ্ধে তরুণী কুস্তিগীরদের যৌন হয়রানি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। আপনি তো দেশের কণ্ঠ। আপনার কথা এই মেয়েদের অনেক সমর্থন করতে পারত। দয়া করে মুখ খুলুন আর ওদের ন্যায়ের জন্য কিছু বলুন।’

 


মুম্বইয়ের যুব কংগ্রেস থেকে এও দাবি করা হয়েছে যে, সচিন যেন তাঁর প্রভাব খাটিয়ে সমস্ত অভিযুক্ত কোচদের বিচারের ব্যবস্থা করেন।                                                                         

আরও পড়ুন: মহিলাদের এশিয়া কাপের ভারতীয় ‘এ’ দলে বাংলার তিতাস সাধু