Kalighat Bridge: কালীঘাট সেতু মেরামত করার সিদ্ধান্ত নিল কেএমডিএ

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে কালীঘাট সেতু পুনর্নির্মাণের পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে। তার পরিবর্তে ৬০ বছরের এই পুরনো সেতু মেরামত করার কথা ভাবনা চিন্তা করছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। মেরামত করে কালীঘাট ব্রিজকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে কেএমডিএ’র।

প্রথমে পরিকল্পনা করা হয়েছিল এই সেতু পুনর্নির্মাণ করা হবে। কিন্তু, একাধিক কারণে এই সেতু মেরামতের করতে চাইছে কেএমডিএ। যার মধ্যে অন্যতম কারণ হল, যান চলাচল নিয়ন্ত্রণ। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে বহু যানবাহন যাতায়াত করে থাকে। ফলে এই সেতু পুনর্নির্মাণ করতে গেলে তাতে দীর্ঘ সময় লেগে যাবে। আর অফিস টাইমে গাড়ির চাপ অনেক বেশি থাকে। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেই কারণে সেতু মেরামতের সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। তাছাড়া, এই সেতু মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে অবস্থিত হওয়ায় সে ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হওয়ারও আশঙ্কা রয়েছে। সেই কারণে আপাতত সেতু পুনর্নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। উল্লেখ্য, এর আগে সেতু পরিদর্শন করার পর ইঞ্জিনিয়াররা জানিয়েছিলেন কালীঘাট সেতু দীর্ঘ সময় ধরে যানবাহনের অতিরিক্ত ভার বহন করতে সক্ষম হবে না। তারপরে সেতু পুনর্নির্মাণের পরিকল্পনা করেছিল কেএমডিএ।

উল্লেখ্য, সেতুর ৭০ শতাংশ দুর্বল অংশ ভেঙে সেগুলি পুনর্নির্মাণের পরিকল্পনা ছিল কেএমডিএর। তবে আপাতত সেতুর মেরামত এবং কাঠামোকে আরও শক্তিশালী করার কথা ভাবছে কলকাতা মেট্রো পলিটন ডেভলপমেন্ট অথরিটি। কয়েক বছর আগে, কেএমডিএ ব্রিজটি মেরামত করেছিল। এদিকে, চেতলা লকগেট সেতু পুনর্নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়াও, কর্তৃপক্ষ চিৎপুর রেল ওভার ব্রিজটি পুনর্নির্মাণের পরিকল্পনা করছে। বর্তমানে এই ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup