Karim Benzema Addresses His Real Madrid Future Speculation

মাদ্রিদ: দীর্ঘ ১৪ বছরের রিয়াল মাদ্রিদ (Real Madrid) কেরিয়ারে করিম বেঞ্জেমা (Karim Benzema) হেন কোনও ট্রফি নেই যা জেতেননি। নিজের অনবদ্য পারফরম্যান্সের জন্য ব্যালন ডি’অরও জিতেছেন তিনি। তবে এ মরসুম শেষেই লস ব্লাঙ্কোসের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। প্রাথমিকভাবে রিয়ালের সঙ্গে তাঁর বছরখানেক চুক্তি বাড়ানো প্রায় পাকা হলেও, হঠাৎই বেঞ্জেমা দল ছাড়তে চলেছেন বলে জোর জল্পনা শুরু হয়। সৌজন্যে সৌদি প্রো-লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। 

ABP Ananda – Live TV

মাদ্রিদেই থাকছেন বেঞ্জেমা?

খবর অনুযায়ী, ৩৫ বছর বয়সি বেঞ্জেমাকে ইত্তিহাদের তরফে ২০০ মিলিয়ন ইউরো প্রতি বছরের বিরাট চুক্তি এবং ২০৩০ বিশ্বকাপের প্রমোশনের দায়িত্বও দেওয়া হয়েছে। এর পরেই বেঞ্জেমার মাদ্রিদ ছাড়তে বলেছেন বলে জল্পনা রটে। তিনি এক বছরের জন্য মাদ্রিদের সঙ্গে প্রায় ২০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করতে পারেন বলে শোনা যাচ্ছিল, সেখানে সৌদির ক্লাবের তরফে তাঁকে দেওয়া চুক্তির পরিমাণ প্রায় দশগুণ। বুধবারই বেঞ্জেমা সাংবাদিক সম্মেলনে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা করবেন বলেও রটে যায়। 

তবে সেইসব জল্পনা-কল্পনার মাঝে বেঞ্জেমা স্পষ্ট না করে কিছু না জানালেও, তিনি যে রিয়াল মাদ্রিদ থাকতেও পারেন, তার আভাস দিয়েই রেখেছেন। তিনি বলেন, ‘আমি কি এখানে থাকব? আপাতত আমি এখানেই আছি। ইন্টারনেটে অনেক কিছু বলা হচ্ছে এবং ইন্টারনেটে যা বলা হচ্ছে তার মধ্যে বাস্তবতা নেই।’ রিপোর্ট অনুযায়ী, বেঞ্জেমা যে আরও এক মরসুম মাদ্রিদেই থাকতে আগ্রহী, তা তিনি ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছেন।

রোনাল্ডোর ভবিষ্যৎ পরিকল্পনা 

সকলকে খানিকটা চমকে দিয়েই গত বছর বিশ্বকাপের পরেই সৌদি প্রো লিগের (Saudi Pro League) ক্লাব আল নাসরে (Al Nassr) যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এশিয়ার ক্লাবে যোগ দিলেও শুরু থেকেই রোনাল্ডো ইউরোপের কোনও ক্লাবে মরসুম শেষে ফিরতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেই জল্পনায় নিজেই জল ঢেলে দিলেন ‘সিআর৭’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা সাফ জানিয়ে দিলেন, তিনি আসন্ন মরসুমেও আল নাসরেই থাকবেন। রোনাল্ডো বলেন, ‘এই লিগটার উন্নতির অনেক জায়গা রয়েছে বটে, তবে লিগটা বেশ প্রতিযোগিতামূলক, বেশ ভাল। এখানে ভাল ভাল দল রয়েছে, কয়েকজন বেশ ভাল আরব ফুটবলারও আছেন। পরিকাঠামোগত দিক থেকে, রেফারিং এবেং ভিএআরের বিষয়টা আরেকটু উন্নত করার দরকার যদিও। এই ছোটখাট জিনিসগুলিতেই উন্নতি করতে হবে। তবে আমি খুশি এখানে। এখানেই খেলা চালিয়ে যেতে আগ্রহী এবং এখানেই খেলব আমি।’

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?