Kuntal Ghosh: শুভেন্দুর ফোন চেক করা হোক, কেন এই দাবি করলেন কুন্তল ঘোষ?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের একবার বিস্ফোরক অভিযোগ করলেন গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। শুক্রবার আদালত থেকে বেরনোর সময় তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীর কথা মতো কাজ করছে ইডি। বিজেপির ক্যাডারের মতো কাজ করছে তারা।

এদিন কুন্তল অভিযোগ করেন, ‘মিথ্যাচারের ওপর তদন্ত করছে ইডি। আদালতকে ভুল পথে চালিত করছে ইডি। ইডির আধিকারিকদের মনে রাখা উচিত তাঁরা সরকারি কর্মচারী। শুভেন্দু অধিকারী তাঁদের বস নন। কিন্তু বিজেপির ক্যাডারের মতো কাজ করছে ইডি। ৩০ মে শুভেন্দু অধিকারী কতবার ইডি আধিকারিকদের ফোন করেছিলেন? শুভেন্দু অধিকারীর ফোন পরীক্ষা করা হোক’। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে ইডি আধিকারিকদের কথা হয়েছে বিষয়টি তিনি কী ভাবে জানলেন, তার অবশ্য কোনও জবাব দেননি কুন্তল।

শুক্রবার সকালে আদালতে পেশের সময়ও ইডির বিরুদ্ধে মুখ খুলেছেন কুন্তল। তিনি বলেন, ইডি তদন্তকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ক্ষমতা থাকলে ওরা আমার বয়ান আদালতে পেশ করুক।

কুন্তলের বক্তব্য নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, একজন অভিযুক্ত তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করবেন এটাই স্বভাবিক। এরা সব প্রশিক্ষিত চোর। তাই এসব বলে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে।