Laxman Seth: এক ইনিংসেই কি খেলা শেষ হয়ে যায়? বিয়ে নিয়ে সপাটে ছক্কা হাঁকালেন লক্ষ্মণ শেঠ

এক ইনিংসেই কি খেলা শেষ হয়ে যায়? বিয়ে নিয়ে মুখ খুলে বোমা ফাটালেন কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠ। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিয়ে নিয়ে অকপট মন্তব্য করেন তিনি। সঙ্গে বোঝান, সার্বজনীন জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের ফারাক।

গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ লক্ষ্মণ শেঠের বিয়ের খবর ও ছবি প্রকাশ্যে আসে। জানা যায় মানসী দে নামে ৪২ বছর বয়সী এক আপ্যায়ন আধিকারিককে বিয়ে করেছেন তিনি। কলকাতার এক পাঁচতারা হোটেলের পদস্থ আধিকারিক মানসীদেবী। যদিও বিয়ের ব্যাপারে সেদিন মুখ খোলেননি ৭৭ বছর বয়সী লক্ষ্মণবাবু। শুধু বিয়ে করে কোনও অপরাধ তো করিনি।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে অবশ্য সোজা ব্যাটে খেলেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুরু করেছেন, ‘সেকেন্ড ইনিংস তো এখনও শুরু হয়নি। এখনও মাঠের বাইরে আছি। মাঠে নামি তারপর বলব। তবে এক ইনিংসেই কি খেলা শেষ হয়ে যায়?’ এর পর তিনি বলেন, ‘আমার একজন সর্বক্ষণের প্রিয় মানুষকে দরকার ছিল। কাছের মানুষকে পাশে রাখতে এই সিদ্ধান্ত। যাকে বিয়ে করেছি তিনি সুশিক্ষিতা। কোনও রাজনীতি করেননি। তবে তিনি রাজনীতি সচেতন। এমন একটা মানুষকে দরকার যাঁর সঙ্গে দিন শেষে গল্প করা যায়।’

প্রথম স্ত্রী তমালিকা পন্ডা শেঠকে স্মরণ করে তিনি বলেন, ‘আমার প্রথম স্ত্রী তমালিকা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন। কবি সাহিত্যিক হন। স্বাভাবিকভাবে দ্বিতীয় ইনিংসে যাঁকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি তিনিও সেই পথেই যাবেন’। ২০১৬ সালে প্রয়াণ হয় বামপন্থী নেত্রী তথা তমলুকের প্রাক্তন পুরপ্রধান তমালিকা শেঠের।