RG করের অধ্যক্ষের বদলির নির্দেশ প্রত্যাহার করল স্বাস্থ্যভবন, সমালোচনায় বিরোধীরা

ডামাডোলের মধ্যেই কলকাতার রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের বদলির নির্দেশ বাতিল করল রাজ্য স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার দুপুরে জারি নির্দেশিকা প্রকাশ করা হল শুক্রবার দুপুরে। ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য ভবনের এই ডিগবাজিতে রাজ্যের স্বাস্থ্য দফতর কী ভাবে চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

বৃহস্পতিবার দুপুরে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শাস্তিমূলক বদলি করে রাজ্য স্বাস্থ্য দফতর। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যাপক হিসাবে বদলি করা হয়। আরজি কর মেডিক্যালের অধ্যক্ষের পদে যোগদান করতে বলা হয় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সনৎ কুমার ঘোষকে।

নির্দেশ পেয়ে বৃহস্পতিবার বিকেলেই আরজি কর হাসপাতালে পৌঁছে যান সনৎবাবু। বিদায়ী অধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে গিয়ে তিনি দেখেন, তার আগেই হাসপাতাল ছেড়েছেন সন্দীপবাবু। এমনকী অধ্যক্ষের ঘরে তালা দিয়ে চাবি নিয়ে চলে গিয়েছেন তিনি। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে স্বাস্থ্যভবনে জানান। এর পর ফিরে যান তিনি।

শুক্রবার বেলা ১১টা নাগাদ ফের হাসপাতালে হাজির হন সনৎবাবু। কিন্তু সন্দীপবাবু তখনও হাজির ছিলেন না। এর পর হাসপাতালের সার্জারি বিভাগের একটি ঘরে একটি কম্পিউটারে বসে নিজের কাজ সামলাতে শুরু করেন তিনি। বেলা দেড়টা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে তিনি স্বাস্থ্য ভবনে যান। আবার হাসপাতালে ফিরে আসেন। আবার তাঁকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়। এর পর সনৎবাবু জানতে পারেন বৃহস্পতিবারের নির্দেশিকা বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে সনৎবাবু বলেন, ‘গতকালের নির্দেশিকা বাতিল হয়েছে। আগামীকালের মধ্যে আমাকে উলুবেড়িয়া মেডিক্যালে যোগদান করতে বলা হয়েছে। এর থেকে বেশি কিছু বলব না।’

অধ্যক্ষ বদলির নির্দেশিকা স্বাস্থ্য দফতর ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করায় রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেছে বিরোধী দলগুলি। বাম চিকিৎসক নেতা ফওয়াদ হালিম বলেন, ‘রাজ্য সরকার কী ভাবে চলছে এর থেকে বোঝা যাচ্ছে। তৃণমূলের বিশৃঙ্খলা সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। আর তার জন্য ভুগতে হচ্ছে প্রবীণ চিকিৎসকদের। এটা দুর্ভাগ্যজনক। এই সরকারকে ছুঁড়ে না ফেললে এই সমস্যার সমাধান হবে না।’