Saradha Scam: প্রায় ১ দশক পর জেল থেকে বেরোবেন দেবযানী মুখোপাধ্যায়, দেখতে যাবেন অসুস্থ মাকে

অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য জেল থেকে ৪ ঘণ্টার জন্য মুক্তি পেতে চলেছেন সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। প্রায় ১০ বছর পর জেল থেকে বেরোবেন তিনি। সূত্রের খবর, দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের একাধিক শারীরিক উপসর্গ দেখা দিয়েছে। তাই তাঁকে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। ৫ জুন তিনি জেল থেকে বাড়ি যাবেন। প্যারোলে দেবযানীর মুক্তিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থার পরিকল্পনা করেছে পুলিশ।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার হন সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এর পর সারদাকাণ্ডের তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। গত ১০ বছর ধরে দমদম মহিলা সংশোধনাগারে বন্দি তিনি।

সূত্রের খবর, অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য আদালতের কাছে প্যারোলে মুক্তি চেয়েছিলেন দেবযানী। নথিপত্র খতিয়ে দেখার পর তাঁকে জেল থেকে বেরনোর অনুমতি দিয়েছে বিশেষ সিবিআই আদালত। সেই মতো ৫ জুন দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে যাবেন তিনি। মায়ের সঙ্গে সাক্ষাৎ সেরে সন্ধের মধ্যে তাঁকে ফিরতে হবে সংশোধনাগারে।

বলে রাখি, সারদাকাণ্ডে সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে অন্যতম অভিযুক্ত ছিলেন দেবযানী মুখোপাধ্যায়। গত সেপ্টেম্বরে দেবযানীর মা শর্বরী দেবী অভিযোগ করেন, জেলে গিয়ে সিআইডি আধিকারিকরা দেবযানীকে শুভেন্দু অধিকারীসহ অন্যান্য নেতাদের নাম বলার জন্য চাপ দিচ্ছে। যদিও বিবৃতি দিয়ে এই অভিযোগ খারিজ করে সিআইডি। সারদাকর্তা সুদীপ্ত সেনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দেবযানী। রিসেপশনিস্ট থেকে সারদার শীর্ষপদে তাঁর উত্থানও ছিল নজরকাড়া।