Sunil Gavaskar, Kapil Dev and other legends come out in support of agitating players

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে বিরাট কোহলি (Virat Kohli)। সবাই মুখে তালা দিয়ে রেখেছেন। যৌন হেনস্থার ((Sexual Harassment) অভিযোগে ভারতের কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) প্রধান ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan Singh) গ্রেফতারির দাবিতে, ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো দেশের প্রথমসারির কুস্তিগীরদের আন্দোলন (Wrestlers Protest) বড় আকার ধারণ করেছে। যদিও ভারতীয় ক্রিকেটের এই চার কিংবদন্তি এখনও পর্যন্ত এই ইস্যু নিয়ে মন্তব্য করেননি। তবে তাই বলে চুপ করে থাকলেন না ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। এই জ্বলন্ত ইস্যু নিয়ে এবার মন্তব্য করলেন কপিল দেব (Kapil Dev), সুনীল গাভাসকর (Sunil Gavaskar), মোহিন্দর অমরনাথরা (Mohinder Amarnath)। 

‘কপিলস ডেভিলস’-এর (Kapils Devils) তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘যেভাবে আমাদের চ্যাম্পিয়ন কুস্তিগীরদের হেনস্তা করা হয়েছে, সেই দৃশ্য আমাদের পীড়িত করেছে, বিব্রত করেছে। আবার একই সঙ্গে এটা ভেবেও উদ্বিগ্ন যে কুস্তিগীররা তাঁদের কষ্টার্জিত মেডেলগুলি জলে ভাসিয়ে দেওয়ার কথা ভাবছেন।’ সাক্ষী মালিক-ভিনেশ ফোগাটদের উদ্দেশে কপিল দেবদের আবেদন, দয়া করে তাড়াহুড়ো করে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এই মেডেলগুলি বহু বছরের বহু চেষ্টা, আত্মত্যাগ, চেষ্টা এবং পরিশ্রমের ফল। 

আরও পড়ুন: Brij Bhushan Sharan Singh VS Wrestlers Protest: কে এই ব্রিজভূষণ? বিতর্কিত বাহুবলী নেতার পুরো বায়োডেটা সামনে রাখল জি ২৪ ঘণ্টা

আরও পড়ুন: Brij Bhushan Sharan Singh VS Wrestlers Protest: বহাল তবিয়তে থাকা ব্রিজভূষণের বিরুদ্ধে দুটি এফআইআরে, ১০টি নিগ্রহের ঘটনা উল্লেখ করলেন ভিনেশ-সাক্ষীরা

‘চ্যাম্পিয়নস ফর এভার’-এর সদস্যরা আরও লিখেছেন, ‘এগুলো শুধু তাঁদের একার নয়, গোটা দেশের জন্য গর্ব এবং আনন্দের। আমরা আশা করব কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। একই সঙ্গে আমাদের আশা আপনাদের অভিযোগগুলি দ্রুত শোনা হবে এবং আপনারা সুবিচার পাবেন। দেশের আইনের শাসন বজায় থাকুক।’ 

তিরাশির এই বিশ্বকাপজয়ীদের মধ্যে রয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সুনীল গাভাসকর, মোহিন্দর অমরনাথ, কীর্তি আজাদ, সন্দীপ পাটিলের মতো তারকারা। একসঙ্গে গোটা বিশ্বকাপজয়ী দলের মুখ খোলাটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

তাঁরা অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক মঞ্চ থেকে একের পর এক পদক এনে দেশকে গর্বিত করেছেন। তবুও সাক্ষী মালিক-ভিনেশ ফোগাটদের প্রকাশ্য রাজপথে হেনস্তার শিকার হতে হয়েছে। এরপরেও নীরব ছিল গোটা ক্রিকেট মহল। অনিল কুম্বলে, হরভজন সিং, ইরফান পাঠান ছাড়া আর কোনও ক্রিকেটারই এই ইস্যু নিয়ে মুখ খোলেননি। সেটা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। অবশেষে  সেই বিতর্কের আবহেই এবার মুখ খুললেন তিরাশির বিশ্বকাপজয়ীরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)