Suvendu Adhikari: গরুচোরকে বাঁচাতে গিয়ে নবম শ্রেণির ফুটফুটে একটা ছাত্রকে খুন করেছে পুলিশ: শুভেন্দু

নদিয়ার ধানতলায় গরুচোর ধরতে গিয়ে পুলিশের গাড়ির চাকায় নিহত কিশোরের পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সোমবার রাতে ওই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ধানতলার কুলগাছি এলাকা। এদিন নিহতের পরিবারের সঙ্গে দেখা করে শুভেন্দু বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, খুন।’

সোমবার কুলগাছিয়া গ্রামে এক গরুচোরকে হাতে নাতে ধরেন গ্রামবাসীরা। তাকে গণধোলাই দেন তাঁরা। পুলিশ গরুচোরকে উদ্ধার করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এর পর ঘটনাস্থল থেকে অভিযুক্তকে নিয়ে থানার দিকে রওনা দেওয়ার সময় ৩ জনকে পিষে দেয় পুলিশের গাড়ি। তার মধ্যে আকাশ রায় নামে এক কিশোরের সেই রাতেই মৃত্যু হয়।

এদিন আকাশের পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দুবাবু বলেন, পুলিশ আকাশকে খুন করেছে। কারণ অভিযুক্ত গাড়ি চালককে ৩০৪ ধারায় মামলা দিয়েছে তারা। যার ফলে অভিযুক্তের জামিন হয়ে গিয়েছে। একটা গরুচোরকে বাঁচাতে গিয়ে একটি নবম শ্রেণির ছাত্রকে খুন করেছে পুলিশ।

বলে রাখি, বৃহস্পতিবার নন্দীগ্রামে নব জোয়ার যাত্রায় গিয়ে শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় নিহত যুবক ইসরাফিলের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।