Trains cancelled due to Coromandel Accident: করমণ্ডলের দুর্ঘটনায় শনিবার বাতিল বন্দে ভারত, দুরন্ত-সহ ১২ ট্রেন, রইল তালিকা

করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার জেরে শনিবার কমপক্ষে ১২ টি ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেল। যে তালিকায় বন্দে ভারত এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, ইস্ট-কোস্ট এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন আছে। সেইসঙ্গে রাজধানী এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে (৩ জুন যাত্রা শুরু করা ট্রেন)?

১) ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

২) ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।

৩) ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।

৪) ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস।

৫) ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস।

৬) ০৮০৩১ বালাসোর-ভদ্রক।

৭) ০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর।

৮) ০৮৪১৫ জলেশ্বর-পুরী।

৯) ১২৮৯১ বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস।

১০) ১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস।

১১) ০৮০৬৩ খড়্গপুর-ভদ্রক।

১২) ১২২৪৫ হাওড়া-SMVT বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস।

আরও পড়ুন: Coromandel Express Accident Live Updates: ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৭০, আহত ৩৫০-র বেশি

কোন কোন ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে?

১) ১৫৬৪৪ কামাখ্যা-পুরী: গত বৃহস্পতিবার (১ জুন) যাত্রা শুরু করা ট্রেনকে খড়্গপুর, টাটানগর, রউরকেল্লা, ঝারসুগুড়া, সম্বলপুর, সিঙ্গাপুর রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

২) ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস: যে বিবেক এক্সপ্রেস ১ জুন যাত্রা শুরু করেছে, তা খড়্গপুর, টাটানগর, রউরকেল্লা, ঝারসুগুড়া, সম্বলপুর, সিঙ্গাপুর রোড ঘুরে যাবে।

৩) ১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম: ১ জুন যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তা খড়্গপুর, টাটানগর, রউরকেল্লা, ঝারসুগুড়া, সম্বলপুর, সিঙ্গাপুর রোড ঘুরে যাবে বলে জানানো হয়েছে।

৪) ১২৮২০ আনন্দবিহার টার্মিনাল-ভুবনেশ্বর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস: ২ জুন যে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে, তা নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন গোমো, আনাড়া, চাণ্ডিল, চক্রধরপুর, জারোলি এবং নয়াগঢ় ঘুরে যাবে।

৫) ২২৮১২ নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস: যে রাজধানী এক্সপ্রেস ২ জুন যাত্রা শুরু করেছে; তা গোমো, আনাড়া, চাণ্ডিল, চক্রধরপুর, ঝারসুগুড়া দিয়ে ঘুরে যাবে।

৬) ২২৬১২ নিউ জলপাইগুড়ি-মাদ্রাজ সুপারফাস্ট এক্সপ্রেস: শুক্রবার যে সুপারফাস্ট এক্সপ্রেস যাত্রা শুরু করেছে, সেই ট্রেন আসানসোল, আনাড়া, চাণ্ডিল, সোনগাড়ি, রউরকেল্লা, ঝারসুগুড়া, সম্বলপুর, সিঙ্গাপুর রোড দিয়ে যাবে।

আরও পড়ুন: Coromandel Express Accident: ভাইকে দেখেছেন? সব শেষ… করমণ্ডলের জেনারেল কামরায় গাদাগাদি করেছিলেন বাংলার বহু মানুষ

৭) ০৭০৪৭ ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ সামার স্পেশাল এক্সপ্রেস: ২ জুন যাত্রা শুরু করা ট্রেন ভট্টনগর, খড়্গপুর, টাটানগর, রউরকেল্লা, ঝারসুগুড়া, সম্বলপুর, সিঙ্গাপুর রোড দিয়ে ঘুরে যাবে।

৮) ১২৮৭৬ আনন্দবিহার টার্মিনাল-পুরী নীলাচল এক্সপ্রেস: যে এক্সপ্রেস ট্রেন ২ জুন যাত্রা শুরু করেছে, তা রাজাবেরা ব্লক হাট, বোকারো স্টিল সিটি, পুরুলিয়া, চাণ্ডিল, সোনগাড়ি, দাঙ্গোয়াপোষি, জারোলি, নয়াগঢ় দিয়ে ঘুরে যাবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)