Coromandel Express Accident Morning Video: কেটেছে করমণ্ডল বিভীষিকার রাত, সকালে কী অবস্থা বাহানগায়?

গতকাল সন্ধ্যার পরই আসে হাড়হিম করা দুর্ঘটনার খবরটা। প্রথমে অবশ্য স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। পরে সময়ের সাথে সাথে পরিষ্কার হয়েছে পরিস্থিতি। এই আবহে রাতভর চলেছে উদ্ধারকাজ। বেড়েছে দুর্ঘটনায় মৃতের সংখ্যা। সকালেও উদ্ধারকাজ জারি রয়েছে বাহানাগা স্টেশনের কাছের সেই দুর্ঘটনাস্থলে। এরই মধ্যে সেই দুর্ঘটনাস্থলের একটি ভিডিয়ো টুইট করেছে সংবাদসংস্থ এএনআই। তাতে দেখা গিয়েছে, সকালেও উদ্ধারকাজ চালাচ্ছেন রেলকর্মী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। করমণ্ডল এক্সপ্রেসের এবং হামসফর এক্সপ্রেসের কামরা একে অপরের সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে। অদূরেই ছিটকে পড়ে রয়েছে রেলের একটি ইঞ্জিন।

সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ৯০০ জন। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। বালাসোরের হাসপাতাল থেকে অনেককেই কটকে স্থানান্তরিত করা হচ্ছে। এই আবহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গতরাত থেকেই গ্যাস কাটার দিয়ে কামরা কেটে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা শুরু হয়েছিল। সকালেও সেই চেষ্টা জারি রয়েছে। এদিকে রাতে অন্ধকারের জেরে উদ্ধারকাজ দ্রুত গতিতে এগিয়ে যেতে পারছিল না। তবে সকাল হতেই উদ্ধারকাজে গতি এসেছে।

স্থানীয়দের দাবি, গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগার করমণ্ডল এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়। সেই ট্রেনের কামরার সঙ্গে ধাক্কা লাগে একটি মালগাড়ির। পরে উলটো দিক থেকে আসা যশবন্তপুর হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডল এক্সপ্রেসের। তিনটি ট্রেনের সংঘর্ষে মৃত্যুপুরীতে পরিণত হয় বাহানগা। এদিকে আজ দুর্ঘটনাস্থলে যাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুর্ঘটনাস্থলে যেতে পারেন বলে জানা গিয়েছে।

এদিকে এই দুর্ঘটনার পর স্বভাবতই প্রশ্ন উঠছে রেলের সুরক্ষা ব্যবস্থা এবং পরিকাঠামো নিয়ে। এই আবহে ঠিক কী কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ১২৮৪১ আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে সেই ট্রেনের বি২, বি৩, বি৪, বি৫, বি৬, বি৭, বি৮, বি৯, এ১ এবং এ২ কোচ উলটে যায়। এছাড়া ট্রেনের ইঞ্জিন এবং বি১ কোচটি লাইন থেকে ছিটকে যায়। এই দুর্ঘটনার জেরে যশবন্তপুর হামসফর এক্সপ্রেসেরও বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে।